Ajker Patrika

এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণে ফেল করা ১৪৫ শিক্ষার্থী পাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ মার্চ ২০২৩, ১৭: ২৫
এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণে ফেল করা ১৪৫ শিক্ষার্থী পাস

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে ঢাকা শিক্ষা বোর্ডে অকৃতকার্য থেকে কৃতকার্য হয়েছেন ১৪৫ শিক্ষার্থী। আর নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১৩৪ জন। আর গ্রেড পরিবর্তন হয়েছে ৯১৩ শিক্ষার্থীর। আজ শুক্রবার ঢাকা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত এইচএসসির পুনঃ নিরীক্ষার ফলাফল থেকে এ তথ্য জানা যায়। 

চলতি বছর ঢাকা বোর্ডের ৩১ হাজার ৫৭৪ জন শিক্ষার্থী ফল পুনঃ নিরীক্ষার আবেদন করেছিলেন। তারা মোট ১ লাখ ৪ হাজার ৬৬৬টি খাতা চ্যালেঞ্জ করেছিলেন।

গত ৮ ফেব্রুয়ারি ২০২২ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলে গড় পাসের হার ছিল ৮৫ দশমিক ৯৫ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন শিক্ষার্থী।

প্রতি বছর এপ্রিলে অনুষ্ঠিত হলেও বন্যাসহ বিভিন্ন কারণে পিছিয়ে ২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা ৬ নভেম্বর শুরু হয়। এতে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ড মিলিয়ে ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে ৬ লাখ ২২ হাজার ৭৬৯ জন ছেলে ও পাঁচ লাখ ৮০ হাজার ৬১১ জন মেয়ে। এ বছর দুই হাজার ৬৪৯টি কেন্দ্র ও ৯ হাজার ১৮১টি প্রতিষ্ঠানে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত