Ajker Patrika

ঢাবির কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ 

ঢাবি প্রতিনিধি
আপডেট : ০৭ জুন ২০২৩, ১৫: ৩৬
ঢাবির কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ২০২২-২৩ শিক্ষাবর্ষের কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ফল প্রকাশিত হয়েছে। আজ বুধবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে এই ফল প্রকাশ করা হয়। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এবার পাসের হার ৯.৬৯ শতাংশ। ১ লাখ ১৫ হাজার ২২৩ জন ভর্তি পরীক্ষার্থীর বিপরীতে ভর্তিযোগ্য শিক্ষার্থীর সংখ্যা ১১ হাজার ১৬৯। এবারের ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটে আসনসংখ্যা ২ হাজার ৯৩৪টি। 

ফল প্রকাশের সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের সমন্বয়ক অধ্যাপক ড. আব্দুল বাছির প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত