Ajker Patrika

থাইল্যান্ডে বৃত্তির সুযোগ

শিক্ষা ডেস্ক
থাইল্যান্ডে বৃত্তির সুযোগ

শিক্ষাবৃত্তি নিয়ে অনেক বাংলাদেশি শিক্ষার্থী থাইল্যান্ডে পড়াশোনা করছেন। দেশটির অন্যতম একটি বিশ্ববিদ্যালয় চুলভর্ন গ্র্যাজুয়েট ইনস্টিটিউট (সিজিআই)। এ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বিদেশি শিক্ষার্থীদের বৃত্তি নিয়ে মাস্টার্স করার সুযোগ দিচ্ছে। 
বাংলাদেশসহ বিশ্বের আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

সুযোগ–সুবিধা
এ বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের একটি মাসিক উপবৃত্তি দেওয়া হবে। যে বৃত্তি টিউশন ফি কভার করবে। এ ছাড়া এ বৃত্তি অন্যান্য একাডেমিক ফি কভার করবে। আসা–যাওয়ার বিমানের খরচের ব্যবস্থা রয়েছে। আবাসনব্যবস্থার সুযোগ রয়েছে। থাকছে স্বাস্থ্যবিমার ব্যবস্থাও।

অধ্যয়নের বিষয়সমূহ
অ্যাপ্লায়েড বায়োলজিক্যাল সায়েন্সের অধীনে এনভায়রনমেন্টাল হেলথ, এনভায়রনমেন্টাল টক্সিকোলজি ও রাসায়নিক বিজ্ঞান।

সময়কাল
থাইল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সিজিআই স্কলারশিপের সময়কালের মধ্যে ৬ সপ্তাহের রিফ্রেশার কোর্স এবং ২ বছরের মাস্টার্স ডিগ্রিতে অধ্যয়নের সুযোগ রয়েছে।
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর।

আবেদনের যোগ্যতা
আগ্রহী প্রার্থীদের বিজ্ঞান বিভাগের অধীনে রসায়ন, জীববিজ্ঞান, আণবিক জীববিজ্ঞান, পরিবেশবিজ্ঞান; চিকিৎসাবিজ্ঞানের অধীনে মেডিসিন, চিকিৎসা প্রযুক্তি বা ফার্মাসিউটিক্যাল সায়েন্সে সর্বনিম্ন ২.৫ সিজিপিএর স্নাতক ডিগ্রি থাকতে হবে। গবেষণায় অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর ইংরেজি ভাষার আইইএলটিএস বা টোয়েফলের সনদ থাকতে হবে।

আবেদনের প্রয়োজনীয় তথ্য
আবেদনপত্র পূরণ করা, মেডিকেল রিপোর্ট, একাডেমিক প্রতিলিপি, ৩টি রিকমেন্ডেশন লেটার, বিবৃতি ছাড়াও প্রয়োজনীয় যেকোনো তথ্য।

আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা এ  লিংকে গিয়ে আবেদন করতে পারবেন ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৪।

সূত্র: বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত