কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলে এ বছর পাশের হার ৭১ দশমিক ১৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৯২২ শিক্ষার্থী।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে কুমিল্লা শিক্ষা বোর্ড মিলনায়তনে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর নিজামুল করিম আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
কুমিল্লা শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর ১ লাখ ১২ হাজার ৩১২ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৭৯ হাজার ৯০৫ শিক্ষার্থী উত্তীর্ণ হয়। পাসের হার ৭১ দশমিক ১৫। বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৯২২ শিক্ষার্থী। এর মধ্যে মেয়েরা জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৯৫৪ ও ছেলেরা পেয়েছে ২ হাজার ৯৬৮। ফলাফলে ছেলেদের থেকে মেয়েরা এগিয়ে। মেয়েদের মধ্যে ৪৭ হাজার ৩৪৭ জন অংশ নেয়, তাদের পাসের হার ৭৩ দশমিক ৭০ শতাংশ। অপরদিকে ৩২ হাজার ৫৫৮ জন ছেলে অংশ নেয়, তাদের পাশের হার ৬৭ দশমিক ৭৪ শতাংশ।
এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন ছয় জেলায় শতভাগ পাস করেছে ১০টি কলেজ। কোনো শিক্ষার্থী পাস করেননি এমন শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে চারটি।
এর মধ্যে ফেনী জেলার বেগম সামছুন্নাহার স্কুল এন্ড কলেজ থেকে চারজন পরীক্ষা দিয়ে কেউই পাস করতে পারেনি, নোয়াখালীর সোনাইমুরী ইষ্টার্ণ কলেজ থেকে ২ জন পরীক্ষা দিয়ে কেউ পাস করেনি, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কৃষ্ণনগর আব্দুল জাব্বার স্কুল এন্ড কলেজ থেকে ১২ জন পরীক্ষা দিয়ে কেউই পাস করেনি। এ কলেজটি এ নিয়ে টানা তৃতীয়বার পাসের হার শূন্যের কোটায়। অপরদিকে চাঁদপুর জেলার ডক্টর এম শামছুল হক কলেজ থেকে ১০ শিক্ষার্থী পরীক্ষা দিয়ে কেউই পাস করেনি।
কুমিল্লা শিক্ষাবোর্ড মিলনায়তনে ফলাফল প্রকাশের সময় উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের সচিব নূর মোহাম্মদ, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আছাদুজ্জামান, উপপরীক্ষা নিয়ন্ত্রক শহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।
উল্লেখ্য, গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এতে পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ৫০ হাজার ৭৯০। প্রথম প্রকাশিত রুটিন অনুযায়ী ৮ দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে ১৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর তিন দফায় পরীক্ষা স্থগিত করে সরকার।
কুমিল্লা শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলে এ বছর পাশের হার ৭১ দশমিক ১৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৯২২ শিক্ষার্থী।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে কুমিল্লা শিক্ষা বোর্ড মিলনায়তনে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর নিজামুল করিম আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
কুমিল্লা শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর ১ লাখ ১২ হাজার ৩১২ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৭৯ হাজার ৯০৫ শিক্ষার্থী উত্তীর্ণ হয়। পাসের হার ৭১ দশমিক ১৫। বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৯২২ শিক্ষার্থী। এর মধ্যে মেয়েরা জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৯৫৪ ও ছেলেরা পেয়েছে ২ হাজার ৯৬৮। ফলাফলে ছেলেদের থেকে মেয়েরা এগিয়ে। মেয়েদের মধ্যে ৪৭ হাজার ৩৪৭ জন অংশ নেয়, তাদের পাসের হার ৭৩ দশমিক ৭০ শতাংশ। অপরদিকে ৩২ হাজার ৫৫৮ জন ছেলে অংশ নেয়, তাদের পাশের হার ৬৭ দশমিক ৭৪ শতাংশ।
এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন ছয় জেলায় শতভাগ পাস করেছে ১০টি কলেজ। কোনো শিক্ষার্থী পাস করেননি এমন শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে চারটি।
এর মধ্যে ফেনী জেলার বেগম সামছুন্নাহার স্কুল এন্ড কলেজ থেকে চারজন পরীক্ষা দিয়ে কেউই পাস করতে পারেনি, নোয়াখালীর সোনাইমুরী ইষ্টার্ণ কলেজ থেকে ২ জন পরীক্ষা দিয়ে কেউ পাস করেনি, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কৃষ্ণনগর আব্দুল জাব্বার স্কুল এন্ড কলেজ থেকে ১২ জন পরীক্ষা দিয়ে কেউই পাস করেনি। এ কলেজটি এ নিয়ে টানা তৃতীয়বার পাসের হার শূন্যের কোটায়। অপরদিকে চাঁদপুর জেলার ডক্টর এম শামছুল হক কলেজ থেকে ১০ শিক্ষার্থী পরীক্ষা দিয়ে কেউই পাস করেনি।
কুমিল্লা শিক্ষাবোর্ড মিলনায়তনে ফলাফল প্রকাশের সময় উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের সচিব নূর মোহাম্মদ, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আছাদুজ্জামান, উপপরীক্ষা নিয়ন্ত্রক শহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।
উল্লেখ্য, গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এতে পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ৫০ হাজার ৭৯০। প্রথম প্রকাশিত রুটিন অনুযায়ী ৮ দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে ১৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর তিন দফায় পরীক্ষা স্থগিত করে সরকার।
ইতালিতে মিলান ইউনিভার্সিটি এক্সিলেন্স বৃত্তি ২০২৫-২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা দেশটির বিশ্ববিদ্যালয়টি থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
৭ মিনিট আগেএইচএসসি পরীক্ষা শুধু একটি পরীক্ষা নয়, বরং ভবিষ্যতের গুরুত্বপূর্ণ ভিত্তি। চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। আগামী ২৬ জুন থেকে তত্ত্বীয় পরীক্ষা শুরু হবে।
১২ মিনিট আগে২০২৪ সালের ২ মে। পাঠাভ্যাস গড়ে তোলা, সৃজনশীলতা বিকাশ, কর্মদক্ষতা বৃদ্ধি এবং সামাজিক কার্যক্রমের লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করে পাঠকবন্ধু। পাঠপ্রেমী কিছু উদ্যমী তরুণের হাত ধরে শুরু হওয়া এই যাত্রা গত শুক্রবার এক বছর পূর্ণ হয়েছে।
২১ মিনিট আগেপরীক্ষার শেষে ক্লান্ত মুখগুলো হঠাৎ যেন আলোয় জ্বলে উঠল। ঢাকা কলেজের সবুজ ক্যাম্পাসে দুপুরের রোদ গায়ে মেখে একঝাঁক তরুণ জড়ো হয়েছে, কিন্তু বই নিয়ে নয়—আজ তারা এসেছে গান, হাসি আর আনন্দে ডুবে যেতে। আয়োজনটি ছিল পাঠকবন্ধু ঢাকা কলেজ শাখার।
২৬ মিনিট আগে