প্রতিনিধি, ইসলামী বিশ্ববিদ্যালয়
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আটকে পড়া শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনে করে ৪টি বিভাগীয় শহরে পৌঁছে দেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার এ বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন। বিশ্ববিদ্যালয়ের এ সিদ্ধান্তে সংশ্লিষ্ট সবাই খুশি। কিন্তু অন্য বিভাগীয় শহরের শিক্ষার্থীরা হতাশ।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনে করে ঢাকা, খুলনা, রাজশাহী ও রংপুর এ চারটি বিভাগীয় শহরের শিক্ষার্থীদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে। আজ শুক্রবার থেকে দুই দিনে এসব শহরের শিক্ষার্থীদের তাঁদের গন্তব্যে নিয়ে যাওয়া হবে। কিন্তু এতে বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের শিক্ষার্থীরা প্রশাসনের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন।
ওই পাঁচটি বিভাগের শিক্ষার্থীরা বলেন, প্রতিটি বিভাগীয় শহরের শিক্ষার্থীদের জন্য বাস দেওয়ার দাবি ছিল আমাদের। দীর্ঘদিন যাবৎ করোনা এবং লকডাউনে আমরা মেসে এক ভয়ার্ত দিনযাপন করছি। আশায় ছিলাম কর্তৃপক্ষ আমাদের নিজ শহরে নিরাপদে পৌঁছে দেবে। কিন্তু প্রশাসন চারটি রুটে বাস দিয়ে বাকি চারটি গুরুত্বপূর্ণ বিভাগীয় শহরে বাস দেয়নি। আমাদের এ পাঁচটি বিভাগীয় শহরে যেতে হবে অন্যান্য বাস ব্যবহার করে। ফলে অনেক হয়রানির শিকার হতে হবে।
বরিশাল বিভাগ থেকে পরীক্ষা দিতে আসা অনিল মো. মোমিন বলেন, আটকে পড়া শিক্ষার্থীদের একটা অংশ বরিশাল বিভাগ থেকে এসেছে। অথচ বরিশালের জন্য বাসের সুবিধা রাখা হয়নি। খুলনা ও ঢাকা বিভাগের জন্য বরাদ্দ গাড়িতে বরিশালের শিক্ষার্থীদের পাঠানো হচ্ছে। ফলে স্বল্প দূরত্ব অতিক্রম করা গেলেও ভোগান্তি রয়েই যায়।
চট্টগ্রাম বিভাগ থেকে পরীক্ষা দিতে আসা মাহদি ইসলাম বলেন, প্রশাসন চাইলে আস্তে আস্তে সব বিভাগীয় শহরে বাস দিয়ে আমাদের যাত্রা নিরাপদ করতে পারত। আমরা এত দিন প্রশাসনের আশায় ছিলাম। এখন আমরা পড়েছি বিপাকে। অন্য বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের সব বিভাগে পৌঁছে দিচ্ছে। আমরা চাই আটকে পড়া শিক্ষার্থীদের জন্য নিজ বিভাগীয় শহর পর্যন্ত বাস সার্ভিস দেওয়া হোক।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমাদের সব রুটে বাস দেওয়ার সক্ষমতা নেই। তাই আমরা রুট প্ল্যানটা এভাবে সাজিয়েছি, যাতে সবাই নিজ বিভাগীয় শহরে পৌঁছে যেতে পারে।’
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আটকে পড়া শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনে করে ৪টি বিভাগীয় শহরে পৌঁছে দেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার এ বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন। বিশ্ববিদ্যালয়ের এ সিদ্ধান্তে সংশ্লিষ্ট সবাই খুশি। কিন্তু অন্য বিভাগীয় শহরের শিক্ষার্থীরা হতাশ।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনে করে ঢাকা, খুলনা, রাজশাহী ও রংপুর এ চারটি বিভাগীয় শহরের শিক্ষার্থীদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে। আজ শুক্রবার থেকে দুই দিনে এসব শহরের শিক্ষার্থীদের তাঁদের গন্তব্যে নিয়ে যাওয়া হবে। কিন্তু এতে বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের শিক্ষার্থীরা প্রশাসনের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন।
ওই পাঁচটি বিভাগের শিক্ষার্থীরা বলেন, প্রতিটি বিভাগীয় শহরের শিক্ষার্থীদের জন্য বাস দেওয়ার দাবি ছিল আমাদের। দীর্ঘদিন যাবৎ করোনা এবং লকডাউনে আমরা মেসে এক ভয়ার্ত দিনযাপন করছি। আশায় ছিলাম কর্তৃপক্ষ আমাদের নিজ শহরে নিরাপদে পৌঁছে দেবে। কিন্তু প্রশাসন চারটি রুটে বাস দিয়ে বাকি চারটি গুরুত্বপূর্ণ বিভাগীয় শহরে বাস দেয়নি। আমাদের এ পাঁচটি বিভাগীয় শহরে যেতে হবে অন্যান্য বাস ব্যবহার করে। ফলে অনেক হয়রানির শিকার হতে হবে।
বরিশাল বিভাগ থেকে পরীক্ষা দিতে আসা অনিল মো. মোমিন বলেন, আটকে পড়া শিক্ষার্থীদের একটা অংশ বরিশাল বিভাগ থেকে এসেছে। অথচ বরিশালের জন্য বাসের সুবিধা রাখা হয়নি। খুলনা ও ঢাকা বিভাগের জন্য বরাদ্দ গাড়িতে বরিশালের শিক্ষার্থীদের পাঠানো হচ্ছে। ফলে স্বল্প দূরত্ব অতিক্রম করা গেলেও ভোগান্তি রয়েই যায়।
চট্টগ্রাম বিভাগ থেকে পরীক্ষা দিতে আসা মাহদি ইসলাম বলেন, প্রশাসন চাইলে আস্তে আস্তে সব বিভাগীয় শহরে বাস দিয়ে আমাদের যাত্রা নিরাপদ করতে পারত। আমরা এত দিন প্রশাসনের আশায় ছিলাম। এখন আমরা পড়েছি বিপাকে। অন্য বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের সব বিভাগে পৌঁছে দিচ্ছে। আমরা চাই আটকে পড়া শিক্ষার্থীদের জন্য নিজ বিভাগীয় শহর পর্যন্ত বাস সার্ভিস দেওয়া হোক।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমাদের সব রুটে বাস দেওয়ার সক্ষমতা নেই। তাই আমরা রুট প্ল্যানটা এভাবে সাজিয়েছি, যাতে সবাই নিজ বিভাগীয় শহরে পৌঁছে যেতে পারে।’
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাঠ পর্যায়ের উপজেলা/থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারদের বেতন নবম গ্রেডে উন্নীতকরণের দাবি জানিয়েছেন। আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানায় বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশন...
৫ ঘণ্টা আগেআমি ধানমন্ডি গভ বয়েজ হাই স্কুল থেকে এসএসসি এবং নটর ডেম কলেজ থেকে এইচএসসি পাস করেছি। পরবর্তী সময়ে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) থেকে বিএসসি করেছি।
১৪ ঘণ্টা আগেতুমি কি কখনো ভেবেছ, ইংরেজির ‘cat’ আর ‘cake’ শব্দ দুটো দেখতে অনেকটা একই। কিন্তু কেন উচ্চারণে পুরো আলাদা? কিংবা ‘ship’ আর ‘sheep’—দুটি শব্দের মাঝেও সামান্য পার্থক্য কীভাবে এত বড় পরিবর্তন নিয়ে আসে? এসবের পেছনে লুকিয়ে থাকে একটা বিশেষ ‘কথার ম্যাজিক’, যার নাম—ফোনেটিকস।
১৫ ঘণ্টা আগেওমানের সুলতান সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য, ফুল ফান্ডেড বা সম্পূর্ণ অর্থায়িত স্কলারশিপের ঘোষণা দিয়েছে। এই স্কলারশিপের অধীনে শিক্ষার্থীরা ‘ওমানি প্রোগ্রাম ফর কালচারাল অ্যান্ড সায়েন্টিফিক কো-অপারেশন’-এর আওতায় বিভিন্ন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে পারবেন।
১ দিন আগে