Ajker Patrika

গবেষণা পুরস্কার পেলেন জাবির অধ্যাপক

জাবি প্রতিনিধি
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৫: ৩৩
গবেষণা পুরস্কার পেলেন জাবির অধ্যাপক

তাৎপর্যপূর্ণ গবেষণার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক শফিক-উর রহমান কমনওয়েলথ রিসার্চ ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড অর্জন করেছেন। 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি-সম্পাদক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

জাবি শিক্ষক সমিতি এই গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড অর্জনের জন্য অধ্যাপক শফিক-উর-রহমানকে আন্তরিক অভিনন্দন জানায়। 

বিবৃতিতে উল্লেখ করা হয়, গবেষণাকর্মের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ কমনওয়েলথ রিসার্চ ইমপ্যাক্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক শফিক-উর রহমান। ‘পাবলিক বাইক শেয়ারিং স্কিমস (পিবিএসএস) : প্রসপেক্ট ইন বাংলাদেশ’ শীর্ষক গবেষণা প্রবন্ধের জন্য তিনি এ বছর এ পুরস্কার লাভ করেন।

এর আগে অধ্যাপক শফিক রহমান ২০১৭ সালে কমনওয়েলথ ফেলো এবং ২০০৯ সালে কমনওয়েলথ স্কলার নির্বাচিত হয়েছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত