Ajker Patrika

পাঁচ দফা দাবিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের মানববন্ধন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পাঁচ দফা দাবিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের মানববন্ধন 

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীরা পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছেন। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ।

মানববন্ধন কর্মসূচিতে সারা দেশ থেকে তৃতীয় শ্রেণির শত শত কর্মচারী অংশগ্রহণ করেন। কর্মচারীগণ তাদের বক্তব্যে নানান বৈষম্যের কথা তুলে ধরেন। সারা দেশে তৃতীয় শ্রেণির কর্মচারীরা বেতন ভাতা, পদ মর্যাদা সহ নানান বৈষম্য এবং না পাওয়ার কথা বলতে গিয়ে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। সংগঠনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ  মোস্তফা  ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আদনান হাবিব তাদের বক্তব্যে পাঁচ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের নিকট জোর দাবি জানান।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের দাবি সমূহ হচ্ছে ১. ৩য় শ্রেণি কর্মচারীদের ন্যূনতম বেতন গ্রেড ১১তম প্রদান করা এবং শিক্ষার্থী সংখ্যার অনুপাতে ৩য় শ্রেণি কর্মচারীর সংখ্যা বৃদ্ধি করতে হবে। ২. পদের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা/হিসাবরক্ষণ কর্মকর্তা পদ সৃষ্টি করতে হবে এবং পেশাগত উন্নয়নে কম্পিউটার সহ অন্যান্য বিষয়ে উচ্চতর ট্রেনিং এর দ্রুত ব্যবস্থা করতে হবে। ৩. শিক্ষা মন্ত্রণালয়ের প্রণীত চাকরিবিধি-২০১২ দ্রুত বাস্তবায়ন ও প্রজ্ঞাপন অনুযায়ী ম্যানেজিং কমিটি/গভর্নিং বডিতে কর্মচারীদের একজন সদস্য রাখার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ৪. শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে পদোন্নতির ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৫. সকল এমপিও ভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত