নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের ভবিষ্যৎ উচ্চশিক্ষা ব্যবস্থা কী হবে, সে সম্পর্কে এখনই সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করতে হবে। সে জন্য শিল্প ও বাণিজ্য প্রতিষ্ঠানগুলোর সঙ্গে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা জোরদার করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ।
আজ সোমবার ‘চতুর্থ শিল্পবিপ্লব’-এর ওপর আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তুতি ও অগ্রগতি সম্পর্কিত এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউজিসি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চলতি বছরের ১০ ও ১১ ডিসেম্বর 4th Industrial Revolution and Beyond (IC 4 IR 2021) শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করতে যাচ্ছে।
সভায় কাজী শহীদুল্লাহ বলেন, অনুষ্ঠেয় সম্মেলনের মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ, গবেষক এবং শিল্প ও বাণিজ্য প্রতিষ্ঠানের মাঝে যোগাযোগের একটি নেটওয়ার্ক তৈরি হবে। একইসঙ্গে শিল্প-বাণিজ্য প্রতিষ্ঠান ও উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যেও একটি সহযোগিতার সেতুবন্ধ তৈরি হবে। ফলে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে ইন্টার্নশিপের সুযোগ পাবে এবং এসব প্রতিষ্ঠানের আধুনিক ল্যাব ব্যবহার করে গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমে অবদান রাখতে সক্ষম হবে।
এ সময় তিনি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করে অনুষ্ঠেয় সম্মেলন সফল করার আহ্বান জানান।
সম্মেলন অর্গানাইজিং কমিটির সদস্যসচিব এবং স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড কোয়ালিটি এসিউরেন্স বিভাগের উপপরিচালক বিষ্ণু মল্লিকের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে ইউজিসির সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ ও প্রফেসর ড. মো. আবু তাহের প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামানসহ বিভাগীয় পরিচালক এবং সম্মেলন আয়োজন বিষয়ে গঠিত কমিটি ও উপকমিটিসমূহের সভাপতি এবং সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় উপকমিটির সদস্য এবং ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের প্রতিনিধি সম্মেলনে মূল বক্তাদের আমন্ত্রণ, নিবন্ধ আহ্বান, মুজিব ১০০ আইডিয়া কনটেস্ট, মুজিব ১০০ ইন্ডাস্ট্রি এক্সিবিশনসহ তাঁদের সার্বিক কাজের অগ্রগতি উপস্থাপন করেন।
চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের ভবিষ্যৎ উচ্চশিক্ষা ব্যবস্থা কী হবে, সে সম্পর্কে এখনই সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করতে হবে। সে জন্য শিল্প ও বাণিজ্য প্রতিষ্ঠানগুলোর সঙ্গে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা জোরদার করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ।
আজ সোমবার ‘চতুর্থ শিল্পবিপ্লব’-এর ওপর আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তুতি ও অগ্রগতি সম্পর্কিত এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউজিসি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চলতি বছরের ১০ ও ১১ ডিসেম্বর 4th Industrial Revolution and Beyond (IC 4 IR 2021) শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করতে যাচ্ছে।
সভায় কাজী শহীদুল্লাহ বলেন, অনুষ্ঠেয় সম্মেলনের মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ, গবেষক এবং শিল্প ও বাণিজ্য প্রতিষ্ঠানের মাঝে যোগাযোগের একটি নেটওয়ার্ক তৈরি হবে। একইসঙ্গে শিল্প-বাণিজ্য প্রতিষ্ঠান ও উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যেও একটি সহযোগিতার সেতুবন্ধ তৈরি হবে। ফলে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে ইন্টার্নশিপের সুযোগ পাবে এবং এসব প্রতিষ্ঠানের আধুনিক ল্যাব ব্যবহার করে গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমে অবদান রাখতে সক্ষম হবে।
এ সময় তিনি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করে অনুষ্ঠেয় সম্মেলন সফল করার আহ্বান জানান।
সম্মেলন অর্গানাইজিং কমিটির সদস্যসচিব এবং স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড কোয়ালিটি এসিউরেন্স বিভাগের উপপরিচালক বিষ্ণু মল্লিকের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে ইউজিসির সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ ও প্রফেসর ড. মো. আবু তাহের প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামানসহ বিভাগীয় পরিচালক এবং সম্মেলন আয়োজন বিষয়ে গঠিত কমিটি ও উপকমিটিসমূহের সভাপতি এবং সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় উপকমিটির সদস্য এবং ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের প্রতিনিধি সম্মেলনে মূল বক্তাদের আমন্ত্রণ, নিবন্ধ আহ্বান, মুজিব ১০০ আইডিয়া কনটেস্ট, মুজিব ১০০ ইন্ডাস্ট্রি এক্সিবিশনসহ তাঁদের সার্বিক কাজের অগ্রগতি উপস্থাপন করেন।
আমি ধানমন্ডি গভ বয়েজ হাই স্কুল থেকে এসএসসি এবং নটর ডেম কলেজ থেকে এইচএসসি পাস করেছি। পরবর্তী সময়ে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) থেকে বিএসসি করেছি।
১ ঘণ্টা আগেতুমি কি কখনো ভেবেছ, ইংরেজির ‘cat’ আর ‘cake’ শব্দ দুটো দেখতে অনেকটা একই। কিন্তু কেন উচ্চারণে পুরো আলাদা? কিংবা ‘ship’ আর ‘sheep’—দুটি শব্দের মাঝেও সামান্য পার্থক্য কীভাবে এত বড় পরিবর্তন নিয়ে আসে? এসবের পেছনে লুকিয়ে থাকে একটা বিশেষ ‘কথার ম্যাজিক’, যার নাম—ফোনেটিকস।
১ ঘণ্টা আগেওমানের সুলতান সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য, ফুল ফান্ডেড বা সম্পূর্ণ অর্থায়িত স্কলারশিপের ঘোষণা দিয়েছে। এই স্কলারশিপের অধীনে শিক্ষার্থীরা ‘ওমানি প্রোগ্রাম ফর কালচারাল অ্যান্ড সায়েন্টিফিক কো-অপারেশন’-এর আওতায় বিভিন্ন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে পারবেন।
১৮ ঘণ্টা আগেমাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৫ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন (eSIF পূরণের মাধ্যমে) কার্যক্রম শুরু হয়েছে। গত ১৭ আগস্ট থেকে শুরু হওয়া এই প্রক্রিয়া চলবে আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত।
১ দিন আগে