Ajker Patrika

কানাডায় উচ্চশিক্ষা: পোস্ট ডক্টরাল প্রোগ্রামে স্কলারশিপ

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ০৯: ২১
কানাডায় উচ্চশিক্ষা: পোস্ট ডক্টরাল প্রোগ্রামে স্কলারশিপ

ব্যান্টিং পোস্ট ডক্টরাল ফেলোশিপ প্রোগ্রাম জাতীয় ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই সেরা পোস্ট ডক্টরাল আবেদনকারীদের অর্থায়ন করে, যাঁরা দেশের অর্থনৈতিক, সামাজিক ও গবেষণাভিত্তিক বৃদ্ধিতে ইতিবাচকভাবে অবদান রাখবেন। ব্যান্টিং পোস্ট ডক্টরাল ফেলোশিপ প্রোগ্রামের উদ্দেশ্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে শীর্ষ স্তরের পোস্ট ডক্টরাল প্রতিভা আকর্ষণ করে গবেষণায় কাজে লাগানো, তাঁদের নেতৃত্বের সম্ভাবনা বিকাশ করা এবং আগামীর গবেষণা লিডার হিসেবে গড়ে তুলতে সাহায্য করা। 

সুযোগ-সুবিধা

  • বার্ষিক ৭০টি ফেলোশিপ প্রদান করা হয়।
  • সেরা কানাডিয়ান সুপারভাইজারদের অধীনে গবেষণার সুযোগ।
  • আনুমানিক ১৪০টি অ্যাওয়ার্ড যেকোনো সময় পাওয়া যাবে।
  • ফেলোশিপগুলো কানাডিয়ান ইনস্টিটিউট অব হেলথ রিসার্চ, ন্যাচারাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ কাউন্সিল (এনএসইআরসি), সামাজিক বিজ্ঞান ও মানবিক গবেষণা পরিষদে বণ্টন করা হয়।
  • জাতীয় ও আন্তর্জাতিকভাবে শীর্ষ স্তরের পোস্ট ডক্টরাল গবেষক হিসেবে নিজেকে তুলে ধরতে পারা।
  • ‘ব্যান্টিং পোস্ট ডক্টরাল ফেলোশিপ প্রোগ্রাম ২০২৩’-এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের প্রতিবছর দেওয়া হয় ৭০ হাজার কানাডিয়ান ডলার।
  • রিসার্চে ক্যারিয়ার গঠনের সুযোগ। 

আবেদনের সময়সীমা
২১ সেপ্টেম্বরের মধ্যে সম্পূর্ণ আবেদন জমা দিতে হবে। এ বছরের অক্টোবর-ডিসেম্বর আবেদনপত্রগুলো মূল্যায়ন করা হবে। ২০২৩ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ফলাফলের প্রত্যাশিত বিজ্ঞপ্তি দেওয়া হবে। রিসার্চনেটে ফলাফল পাওয়া গেলে আবেদনকারীদের ই-মেইল দ্বারা অবহিত করা হবে। এই ফেলোশিপে আবেদন করতে অবশ্যই পিএইচডি সম্পন্নকারী হতে হবে। যেহেতু এটি পোস্ট ডক্টরাল ফেলোশিপ। ফলে পিএইচডি সম্পন্ন করে পুনরায় রিসার্চ করার নামই পোস্ট ডক্টরাল রিসার্চ। যাঁরা স্থানীয় কানাডিয়ান বাসিন্দা নন, এমন শিক্ষার্থীরা স্কলারশিপটি পাবেন। কেবলমাত্র কানাডিয়ান ইনস্টিটিউটে আবেদনকারীরা স্কলারশিপটির জন্য আবেদন করতে পারবেন। ফেলোশিপটি পাওয়া যাবে একবারই। আর আপনি যদি সুপারভাইজারের সঙ্গে যোগাযোগ চালাতে পারেন, সেটা আপনার জন্য প্লাস পয়েন্ট। 

ফেলোশিপ পেতে গবেষণা
এই ফেলোশিপ পেতে স্বাস্থ্য গবেষণা, প্রাকৃতিক বিজ্ঞান অথবা প্রকৌশল, সামাজিক বিজ্ঞান এবং মানবিক সেক্টরে গবেষণা করতে হবে। গবেষণার প্রস্তাবিত ক্ষেত্রটি আপনার আবেদনটি কোন নির্বাচন কমিটির কাছে বরাদ্দ করা হবে, তা নির্ধারণ করে। স্বাস্থ্য গবেষণা-সম্পর্কিত আবেদনগুলো কানাডিয়ান ইনস্টিটিউট অব হেলথ রিসার্চ (সিআইএইচআর) নির্বাচন কমিটিতে, প্রাকৃতিক বিজ্ঞান অথবা প্রকৌশল সম্পর্কিত ন্যাচারাল সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ কাউন্সিল (এনএসইআরসি) নির্বাচন কমিটির কাছে এবং সামাজিক বিজ্ঞানের সঙ্গে-সম্পর্কিত আবেদনগুলো পাঠানো হবে সামাজিক বিজ্ঞান ও মানবিক গবেষণা কাউন্সিল নির্বাচন কমিটিতে। 
আবেদন করতে লিংকটি ভিজিট করুন (http://-banting.fellowships-bourses.gc.ca/en/app-dem_overview-apercu.html)
আবেদনের গাইডলাইন পেতে ভিজিট করুন

অনুবাদ: জুবায়ের আহম্মেদ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত