Ajker Patrika

ঢাকার ৭ কলেজের বিশ্ববিদ্যালয়টি যেভাবে পরিচালিত হবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফরেন ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। ছবি: প্রেস উইং
ফরেন ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। ছবি: প্রেস উইং

ঢাকার সরকারি সাত কলেজকে নিয়ে নতুন যে বিশ্ববিদ্যালয়টি হতে যাচ্ছে সেটির নাম ঠিক করা হয়েছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ডিসিইউ)’। আজ রোববার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) সাত কলেজের শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে ইউজিসি চেয়ারম্যান এসএমএ ফায়েজসহ অন্যদের এক সভায় এ সিদ্ধান্ত হয়। এই বিশ্ববিদ্যালয় কীভাবে পরিচালিত হবে সেটির রূপরেখাও তৈরি হয়েছে।

এ বিষয়ে আজ ফরেন ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ–প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সটি নামটি ছাত্র প্রতিনিধিদের পক্ষে থেকে প্রস্তাব করা হয়েছিল। ইউজিসির সবার মতামত নিয়ে আজ রোববার সেই নামের প্রস্তাব চূড়ান্ত করেছেন।

উপ প্রেস সচিব বলেন, সাত কলেজের শিক্ষার্থীদের নিয়ে ২৮টি টিম গঠন করা হয়। তারা নিজেরা আলোচনা কয়েকটি নাম প্রস্তাব করেছিল। আজ সেই টিম লিডারদের সঙ্গে ইউজিসি আলোচনা করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম চূড়ান্ত করেছে।

তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয় কীভাবে পরিচালিত হবে তার একটি রূপরেখা তৈরি করেছে ইউজিসি। সেই রূপরেখা শিক্ষা মন্ত্রণালয় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। রূপরেখায় এই বিশ্ববিদ্যালয় অন্তর্বর্তীকালীন পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন প্রশাসক থাকবেন। সেটি হবেন সাত কলেজের অধ্যক্ষের একজন।

আজাদ মজুমদার বলেন, ইউজিসি ইতিমধ্যে সব অধ্যক্ষের সাক্ষাৎকার নিয়েছে। তাঁদের মধ্যে যেই কলেজের অধ্যক্ষ মনোনীত হবেন সেই কলেজ হবে অন্তর্বর্তীকালীন পরিচালনা কমিটির হেড কোয়ার্টারস। এ ছাড়া সাতটি কলেজ কো–অর্ডিনেশন ডেস্ক তৈরি করা হবে, সেই ডেস্কের কো–অর্ডিনেশনের দায়িত্বে থাকবেন সেই অধ্যক্ষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত