Ajker Patrika

সৌদি আরবের মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয় বৃত্তি

শিক্ষা ডেস্ক
আপডেট : ১১ মে ২০২৫, ১২: ৪০
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সৌদি আরবের মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয় বৃত্তি ২০২৫-এর জন্য আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির আওতায় আগ্রহী শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করতে পারবেন।

১৯৬১ সালে পবিত্র নগরী মদিনায় বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এটি দেশটির সরকারের প্রতিষ্ঠিত একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয় সারা বিশ্ব থেকে আসা শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা প্রদান করছে। এ বিশ্ববিদ্যালয়ে শুধু মুসলিম পুরুষ শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পান।

সুযোগ-সুবিধা

নির্বাচিত শিক্ষার্থীদের জন্য থাকছে মাসিক উপবৃত্তি, মেধাবী শিক্ষার্থীদের জন্য থাকছে অতিরিক্ত ভাতা, বিশ্ববিদ্যালয়ের রেস্তোরাঁয় খাওয়ার সুবিধা, আবাসান ব্যবস্থা, বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা গ্রহণসহ নানা সুযোগ-সুবিধা রয়েছে।

অধ্যয়নের ক্ষেত্রসমূহ

প্রকৌশল অনুষদ, কম্পিউটার অনুষদ, বিজ্ঞান অনুষদের অধীনে ১৫-২০টি কোর্সে অধ্যয়নের সুযোগ রয়েছে। এ ছাড়াও রয়েছে শরিয়াহ (ইসলামি আইন), ধর্ম, হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আরবি ভাষা ও আইন।

আবেদনের যোগ্যতা

প্রার্থীকে অবশ্যই উত্তম আচরণের মুসলিম হতে হবে। পুরুষ হতে হবে। শারীরিক ও মানসিকভাবে সুস্থতার সনদ থাকতে হবে। প্রার্থীর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সর্বশেষ ডিগ্রির ৫ বছরের বেশি শিক্ষাজীবনে ফাঁকা থাকা যাবে না। প্রার্থীর বয়স ১৭-২৫ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের প্রয়োজনীয় তথ্য

আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট, জন্ম সনদ, উচ্চবিদ্যালয়/জিসিএসই/‘এ’-লেভেল ট্রান্সক্রিপ্ট ও চারিত্রিক সনদ আবেদনের সঙ্গে যুক্ত করতে হবে। প্রার্থীদের নিজ দেশে অবস্থিত সৌদি আরবের দূতাবাস থেকে সব ধরনের কাগজপত্র সত্যায়িত করতে হবে।

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

১৪ জুন, ২০২৫ (বিএস) এবং ৩১ অক্টোবর, ২০২৫ (মাস্টার্স, পিএইচডি)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত