Ajker Patrika

কুবি রেজিস্ট্রারের বিরুদ্ধে অশালীন মন্তব্যের অভিযোগ

প্রতিনিধি, কুবি
আপডেট : ০৪ জুলাই ২০২১, ১৫: ৪৮
কুবি রেজিস্ট্রারের বিরুদ্ধে অশালীন মন্তব্যের অভিযোগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) চারজন শিক্ষককে নিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের কর্তৃক ‘অশালীন’ মন্তব্যের বিচার চেয়েছেন চার শিক্ষক। 

গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর কাছে করা আলাদা আলাদা আবেদনে এ বিচার চান বলে তাঁরা জানিয়েছেন। 

জানা যায়, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত সংবাদে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের একটি অডিও ক্লিপ প্রচার করা হয়। যেখানে চারজন শিক্ষককে ‘চার চোরা’ বলে সম্বোধন করতে শোনা গেছে। ওই মন্তব্যের শিকার চারজন শিক্ষক হলেন ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মো. এমদাদুল হক, লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. জিয়া উদ্দিন, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আতিকুর রহমান ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুল হক ভূঁইয়া। 

উপাচার্যের কাছে করা আবেদনে চার শিক্ষক লিখেছেন, শুক্রবার (০২ জুলাই) ‘চ্যানেল ২৪’–এর একটি সংবাদে কুবি রেজিস্ট্রার ‘চোরা’ বলে সম্বোধন করার বিষয়টি দৃষ্টিগোচর হয়। তাঁরা বলেন, রেজিস্ট্রারের মতো দায়িত্বশীল পদে থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সম্পর্কে এ রকম অশালীন সম্বোধন অপ্রত্যাশিত এবং দুঃখজনক। 

আবেদনে শিক্ষকেরা আরও লিখেন, এতে তাঁরা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং পেশাগতভাবে মারাত্মক অসম্মানের শিকার হয়েছেন। পাশাপাশি উক্ত ঘটনায় তাঁরা মর্মাহত এবং ক্ষুব্ধ। পাশাপাশি এ রকম ঘটনার জন্য যথাযথ তদন্তের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। 

তবে এ অভিযোগ অস্বীকার করে ড. মো. আবু তাহের বলেন, ‘একজন শিক্ষক হয়ে আর একজন শিক্ষকের বিরুদ্ধে এইরকম কুরুচিপূর্ণ কথা আমি বলিনি, বলতে পারি না। নিশ্চয়ই আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করা হয়েছে।’ 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. মো. শামীমুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘একটা অডিও ক্লিপ শুনেছি, যেটা অসম্পূর্ণ বক্তব্য, কোন প্রেক্ষাপটে তিনি বলেছেন, সেটা স্পষ্ট না। সেখানে আমার মন্তব্য করাটা কঠিন। তবে একজন শিক্ষক হিসেবে আমি মনে করি, একজন শিক্ষকের শব্দচয়ন অনেক মার্জিত হওয়া উচিত। আরেকজন শিক্ষকের সম্পর্কে সমালোচনা থাকতে পারে, তবে সেখানে যথাযথ শব্দচয়ন জরুরি।’ 

সার্বিকভাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর বক্তব্য জানতে চেয়ে বারবার ফোন করা হলেও কথা বলা সম্ভব হয়নি। তবে তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন বলে জানা গেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত