নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যেসব জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে, সেসব জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ নিয়ে মঙ্গলবার (১৬ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আলাদা আলাদা অফিস আদেশ জারি করে। একটি আদেশ চার ঘণ্টার মধ্যে তিন দফায় পরিবর্তন করেছে মাউশি।
প্রথম অফিস আদেশে বিকেলে মাউশি জানায়, শৈত্যপ্রবাহের কারণে যেসব জেলার তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে সেসব জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে।
ঘণ্টাখানেক পরেই মাউশি নির্দেশনাটি সংশোধন করে। সেখানে বলা হয়, যেসব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে, সেসব জেলার স্কুল বন্ধ থাকবে। কিন্তু তা নিয়েও বিভ্রান্তির সৃষ্টি হয়। কারণ সর্বোচ্চ তাপমাত্রার বিষয়টি অস্পষ্ট ছিল। এটি ২৪ ঘণ্টার গড় তাপমাত্রা নাকি নির্দিষ্ট সময়ের তাপমাত্রা সেটিও স্পষ্ট করে বলা ছিল না।
সর্বশেষ রাত সাড়ে ৮টার দিকে দ্বিতীয় দফা সংশোধনী দেয় মাউশি। এতে ‘সর্বোচ্চ তাপমাত্রা’ কথাটি বাদ দেওয়া হয়। বলা হয়, দিনের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নামলে আলোচনার মাধ্যমে স্কুল বন্ধ রাখা যাবে।
এ বিষয়ে জানতে চাইলে মাউশির পরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ বেলাল হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি নিয়ে কিছুটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। সর্বশেষ নির্দেশনায় বিষয়টি স্পষ্ট করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কথাটি না রাখা নিয়ে কথা হচ্ছে। মূল বিষয়টি হচ্ছে—তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস অথবা এর নিচে নামলে এবং এ সংক্রান্ত প্রমাণক থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা যাবে।’
মাউশির সর্বশেষ অফিস আদেশে বলা হয়, দেশের বিভিন্ন জেলায় তীব্র শৈত্যপ্রবাহ চলছে। চলমান এ শৈত্যপ্রবাহে শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ ক্ষেত্রে যেসব জেলায় দিনের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে (সংশ্লিষ্ট আবহাওয়া অফিসের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী) নেমে যাবে, আঞ্চলিক পরিচালকেরা ওই সব জেলার শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ (দিনের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা এর ওপরে না ওঠা পর্যন্ত) রাখার নির্দেশনা দেবেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অফিস আদেশে ‘সর্বোচ্চ তাপমাত্রার’ কথাটি উল্লেখ রয়েছে। আদেশে বলা হয়েছে, যেসব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে (আবহাওয়ার পূর্বাভাসের প্রমাণসহ) নেমে যাবে, সেসব জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শীতের তীব্রতা ও স্থানীয় বিবেচনায় সিদ্ধান্ত নিয়ে সাময়িকভাবে বন্ধের নির্দেশনা দেওয়া যাবে। প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালকেরা ওই নির্দেশনা দিতে পারবেন। সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি না হওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা যাবে। ৩১ জানুয়ারি পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।
এ বিষয়ে জানতে চাইলে অবশ্য রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত বলেন, ‘দিনের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস অথবা এর নিচে সংশ্লিষ্ট জেলাগুলোতে সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।’
এর আগে গত জুনে টানা তাপপ্রবাহের কারণে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ করতে হয়েছিল সরকারকে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, গত ৪৩ বছরে কখনোই দেশের গড় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেনি। সাধারণত প্রতিবছর তাপমাত্রা গড়ে ১১ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে।
আবহাওয়া অফিস ৭২ ঘণ্টার পূর্বাভাসে জানিয়েছে, মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে—২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
জানতে চাইলে আবহাওয়াবিদ ড. মোহাম্মদ আবুল কালাম মল্লিক আজকের পত্রিকাকে বলেন, ‘১৯৮১ সাল থেকে ২০২৩ পর্যন্ত আবহাওয়ার তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এ সময়ের মধ্যে কখনোই তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেনি। শুধু ২০১৩ সালের ৮ জানুয়ারি রংপুরের তাপমাত্রা নেমেছিল ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। সাধারণত তাপমাত্রা ১১ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে।’
উল্লেখ্য, ২০১৮ সালের ৮ জানুয়ারি তেঁতুলিয়ায় দেশের ইতিহাসের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। এ ছাড়া ২০২১ সালের জানুয়ারিতে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
স্পষ্টত, এলাকাভিত্তিক তাপমাত্রা বিবেচনায় নিলে সরকারের এই নির্দেশনা বাস্তবায়নে জটিলতা তৈরি হবে। এখানে আবহাওয়া অধিদপ্তরের ৭২ ঘণ্টার পূর্বাভাস নাকি এক সপ্তাহের পূর্বাভাস, নাকি দৈনিক রেকর্ডকৃত তাপমাত্রা বিবেচনায় নেওয়া হবে সেটি স্পষ্ট নয়। যদি দৈনিক রেকর্ডকৃত তাপমাত্রা বিবেচনায় নেওয়া হয় তাহলে প্রত্যন্ত এলাকায় শিক্ষার্থী বা অভিভাবকদের কীভাবে সিদ্ধান্তটি জানানো হবে তা নিয়ে কর্তৃপক্ষ কিছু বলেনি।
যেসব জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে, সেসব জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ নিয়ে মঙ্গলবার (১৬ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আলাদা আলাদা অফিস আদেশ জারি করে। একটি আদেশ চার ঘণ্টার মধ্যে তিন দফায় পরিবর্তন করেছে মাউশি।
প্রথম অফিস আদেশে বিকেলে মাউশি জানায়, শৈত্যপ্রবাহের কারণে যেসব জেলার তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে সেসব জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে।
ঘণ্টাখানেক পরেই মাউশি নির্দেশনাটি সংশোধন করে। সেখানে বলা হয়, যেসব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে, সেসব জেলার স্কুল বন্ধ থাকবে। কিন্তু তা নিয়েও বিভ্রান্তির সৃষ্টি হয়। কারণ সর্বোচ্চ তাপমাত্রার বিষয়টি অস্পষ্ট ছিল। এটি ২৪ ঘণ্টার গড় তাপমাত্রা নাকি নির্দিষ্ট সময়ের তাপমাত্রা সেটিও স্পষ্ট করে বলা ছিল না।
সর্বশেষ রাত সাড়ে ৮টার দিকে দ্বিতীয় দফা সংশোধনী দেয় মাউশি। এতে ‘সর্বোচ্চ তাপমাত্রা’ কথাটি বাদ দেওয়া হয়। বলা হয়, দিনের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নামলে আলোচনার মাধ্যমে স্কুল বন্ধ রাখা যাবে।
এ বিষয়ে জানতে চাইলে মাউশির পরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ বেলাল হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি নিয়ে কিছুটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। সর্বশেষ নির্দেশনায় বিষয়টি স্পষ্ট করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কথাটি না রাখা নিয়ে কথা হচ্ছে। মূল বিষয়টি হচ্ছে—তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস অথবা এর নিচে নামলে এবং এ সংক্রান্ত প্রমাণক থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা যাবে।’
মাউশির সর্বশেষ অফিস আদেশে বলা হয়, দেশের বিভিন্ন জেলায় তীব্র শৈত্যপ্রবাহ চলছে। চলমান এ শৈত্যপ্রবাহে শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ ক্ষেত্রে যেসব জেলায় দিনের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে (সংশ্লিষ্ট আবহাওয়া অফিসের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী) নেমে যাবে, আঞ্চলিক পরিচালকেরা ওই সব জেলার শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ (দিনের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা এর ওপরে না ওঠা পর্যন্ত) রাখার নির্দেশনা দেবেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অফিস আদেশে ‘সর্বোচ্চ তাপমাত্রার’ কথাটি উল্লেখ রয়েছে। আদেশে বলা হয়েছে, যেসব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে (আবহাওয়ার পূর্বাভাসের প্রমাণসহ) নেমে যাবে, সেসব জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শীতের তীব্রতা ও স্থানীয় বিবেচনায় সিদ্ধান্ত নিয়ে সাময়িকভাবে বন্ধের নির্দেশনা দেওয়া যাবে। প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালকেরা ওই নির্দেশনা দিতে পারবেন। সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি না হওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা যাবে। ৩১ জানুয়ারি পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।
এ বিষয়ে জানতে চাইলে অবশ্য রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত বলেন, ‘দিনের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস অথবা এর নিচে সংশ্লিষ্ট জেলাগুলোতে সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।’
এর আগে গত জুনে টানা তাপপ্রবাহের কারণে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ করতে হয়েছিল সরকারকে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, গত ৪৩ বছরে কখনোই দেশের গড় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেনি। সাধারণত প্রতিবছর তাপমাত্রা গড়ে ১১ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে।
আবহাওয়া অফিস ৭২ ঘণ্টার পূর্বাভাসে জানিয়েছে, মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে—২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
জানতে চাইলে আবহাওয়াবিদ ড. মোহাম্মদ আবুল কালাম মল্লিক আজকের পত্রিকাকে বলেন, ‘১৯৮১ সাল থেকে ২০২৩ পর্যন্ত আবহাওয়ার তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এ সময়ের মধ্যে কখনোই তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেনি। শুধু ২০১৩ সালের ৮ জানুয়ারি রংপুরের তাপমাত্রা নেমেছিল ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। সাধারণত তাপমাত্রা ১১ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে।’
উল্লেখ্য, ২০১৮ সালের ৮ জানুয়ারি তেঁতুলিয়ায় দেশের ইতিহাসের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। এ ছাড়া ২০২১ সালের জানুয়ারিতে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
স্পষ্টত, এলাকাভিত্তিক তাপমাত্রা বিবেচনায় নিলে সরকারের এই নির্দেশনা বাস্তবায়নে জটিলতা তৈরি হবে। এখানে আবহাওয়া অধিদপ্তরের ৭২ ঘণ্টার পূর্বাভাস নাকি এক সপ্তাহের পূর্বাভাস, নাকি দৈনিক রেকর্ডকৃত তাপমাত্রা বিবেচনায় নেওয়া হবে সেটি স্পষ্ট নয়। যদি দৈনিক রেকর্ডকৃত তাপমাত্রা বিবেচনায় নেওয়া হয় তাহলে প্রত্যন্ত এলাকায় শিক্ষার্থী বা অভিভাবকদের কীভাবে সিদ্ধান্তটি জানানো হবে তা নিয়ে কর্তৃপক্ষ কিছু বলেনি।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গত ১৭ জুলাইয়ে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ না করার বিষয় নিয়ে একটি পরিপত্র জারি করে। এই সুযোগ থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থীদের বঞ্চিত করার পরিপত্রটির বাতিল ও শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার দাবি নিয়ে সংবাদ
৫ ঘণ্টা আগে২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদনের সময়সীমা আজ সোমবার (১২ আগস্ট) রাত ১১:৫৯ মিনিটে শেষ হবে। দুই দিন বাড়ানো এই সময়সীমা গত রোববার (১০ আগস্ট) ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (প্রস্তাবিত) অন্তর্বর্তী প্রশাসনের প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস
৮ ঘণ্টা আগেব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
১১ ঘণ্টা আগেবেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
১১ ঘণ্টা আগে