গাজী মিজানুর রহমান
আর মাত্র ১৭ দিন পরেই শুরু হতে যাচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা। এত দিন তেমন পড়াশোনা করেননি? এই অল্প সময়ের মধ্যেই ভালো প্রস্তুতি নিতে চান? এখন প্রস্তুতি নিলে কি আদৌ পরীক্ষায় পাস করা সম্ভব? প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনার আজ থাকছে দ্বিতীয় পর্ব।
গণিত
পাটিগণিত থেকে শতকরা, লাভ-ক্ষতি, সুদ-আসল, গড়, সংখ্যা, বয়সসংক্রান্ত গণিত, কাজ ও সময়, অনুপাত ও ভগ্নাংশ পড়ুন। সঙ্গে লসাগু ও গসাগু থেকে বেশি বেশি প্র্যাকটিস করুন। বীজগণিত থেকে পড়ুন—বীজগণিতের মান নির্ণয়, বীজগণিতের সরল সমীকরণ, বীজগণিতের যোগ, বিয়োগ, গুণ, ভাগ। পাশাপাশি প্র্যাকটিস করুন—উৎপাদকে বিশ্লেষণ। জ্যামিতির অংশ থেকে কেবল বিভিন্ন প্রকার কোণ, সমকোণী ত্রিভুজ, বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্র বেশি বেশি প্র্যাকটিস করুন। বাকি সব বাদ দিন। এখানে বলে রাখি, গণিতের পার্টে শতকরা, গড় ও বীজগণিতের মান নির্ণয় থেকে প্রশ্ন বেশি থাকে।
সাধারণ জ্ঞান
সাধারণ জ্ঞানের অংশে বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি, সাধারণ বিজ্ঞান, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি—এই চার বিষয়ের ওপর সাধারণত ২০ নম্বর থাকে। তবে মাঝেমধ্যে ভূগোল ও পরিবেশ থেকে দুই-একটা প্রশ্ন এসে থাকে। বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করে দেখা গেছে, সাধারণ জ্ঞানের ২০ নম্বরের মধ্যে ১২-১৪টি প্রশ্ন আসে বাংলাদেশ বিষয়াবলি থেকে। বাকি ৬-৮টি প্রশ্ন এসে থাকে আন্তর্জাতিক বিষয়াবলি, সাধারণ বিজ্ঞান, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি এবং ভূগোল ও পরিবেশ থেকে। সাধারণ জ্ঞানের জন্য বাংলার প্রাচীন যুগ ও মধ্যযুগ পড়ুন। এরপর বাংলাদেশের ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, ছয় দফা, মুজিবনগর সরকার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুঘল আমল, ইংরেজ আমল ভালো করে পড়ুন এবং পাশাপাশি পড়ুন অর্থনৈতিক সমীক্ষা-২০২১। সাধারণ জ্ঞানের অংশে বীরশ্রেষ্ঠগুলো ভালো করে পড়ুন। তাঁদের জেলা, জন্ম সাল এসব পড়ে মাথা নষ্ট করবেন না। এই মুহূর্তে বিজ্ঞান, আইসিটি নতুন করে না পড়াই ভালো। আন্তর্জাতিক থেকে তেমন প্রশ্ন থাকে না। দুই-একটা যা থাকে কেবল জাতিসংঘ ও বিভিন্ন সংস্থার সদর দপ্তর কোথায়—এজাতীয় প্রশ্ন থাকে। তাই বাকি সব বাদ দিন। আর সাম্প্রতিক থেকে দুই-একটা প্রশ্ন থাকে। তাই সব না পড়ে কেবল আলোচিত ঘটনাগুলো পড়ুন। বাকি সব বাদ দিন। সময় না পেলে সাম্প্রতিক না পড়াই উচিত। সাধারণ জ্ঞানের সাম্প্রতিক প্রশ্ন পড়তে চাইলে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১, পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, বাংলাদেশে ৫জি ইন্টারনেট, মাতারবাড়ী প্রথম গভীর সমুদ্রবন্দরের কেবল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়তে পারেন।
অন্যান্য প্রস্তুতি
প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার সামগ্রিক প্রস্তুতির জন্য উপরিউক্ত টপিকগুলো ছাড়াও বিসিএস প্রিলির বিগত সালের প্রশ্নগুলো সমাধান করতে পারেন; বিশেষ করে ৩৫তম-৪৩তম। তবে বিসিএস প্রিলির সুশাসন, ভূগোল, ইংলিশ লিটারেচার, বাংলা লিটারেচার এসব চাইলে বাদ দিয়ে পড়তে পারেন। তাহলে দ্রুত শেষ করতে পারবেন। হাতে সময় না থাকলে এসবের ব্যাখ্যা না পড়ে শুধু উত্তরগুলো পড়লেই হবে।
নিজে নিজেই পরীক্ষা দিন
আপনি পরীক্ষার হলে যাওয়ার আগে নিজে নিজে বাসায় বসে ঘড়ি ধরে মডেল টেস্ট থেকে পরীক্ষা দিয়ে দেখুন, আপনি কত পান। মডেল টেস্ট বইটি বিষয়ভিত্তিক হলে ভালো। মানে—বাংলা ২০, ইংরেজি ২০, সাধারণ ২০, গণিত ২০ এভাবে আলাদা করে দেওয়া থাকতে হবে। ফলে সহজে বুঝতে পারবেন, কোন বিষয়ে বেশি আর কোন বিষয়ে কম নম্বর পাচ্ছেন। যে বিষয়ে কম নম্বর পাবেন, পরীক্ষার আগে সেই বিষয়টি ভালোভাবে ঝালিয়ে নিতে পারলে আশা করি ভালো করতে পারবেন। যদি মডেল টেস্টে ৫০-৬০ নম্বর পান তাহলে আপনার প্রস্তুতি ধরে নেবেন মোটামুটি ভালো। আর যদি ৬০-৭০ বা তারও বেশি পান, তাহলে ধরে নেবেন আপনার প্রস্তুতি অনেক ভালো। মনে রাখবেন, এই কয়দিন ভালোভাবে কাজে লাগাতে পারলে আপনার ও আপনার পরিবারের ভাগ্যে অনেক পরিবর্তন আসতে পারে। তাই সময় নষ্ট না করে বেশি বেশি পড়ুন শুধু গুরুত্বপূর্ণ বিষয়গুলো; যেন পরীক্ষার হলে গেলে কনফিউজ না হন।
গাজী মিজানুর রহমান, ৩৫তম বিসিএস ক্যাডার
শিক্ষা সম্পর্কিত পড়ুন:
আর মাত্র ১৭ দিন পরেই শুরু হতে যাচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা। এত দিন তেমন পড়াশোনা করেননি? এই অল্প সময়ের মধ্যেই ভালো প্রস্তুতি নিতে চান? এখন প্রস্তুতি নিলে কি আদৌ পরীক্ষায় পাস করা সম্ভব? প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনার আজ থাকছে দ্বিতীয় পর্ব।
গণিত
পাটিগণিত থেকে শতকরা, লাভ-ক্ষতি, সুদ-আসল, গড়, সংখ্যা, বয়সসংক্রান্ত গণিত, কাজ ও সময়, অনুপাত ও ভগ্নাংশ পড়ুন। সঙ্গে লসাগু ও গসাগু থেকে বেশি বেশি প্র্যাকটিস করুন। বীজগণিত থেকে পড়ুন—বীজগণিতের মান নির্ণয়, বীজগণিতের সরল সমীকরণ, বীজগণিতের যোগ, বিয়োগ, গুণ, ভাগ। পাশাপাশি প্র্যাকটিস করুন—উৎপাদকে বিশ্লেষণ। জ্যামিতির অংশ থেকে কেবল বিভিন্ন প্রকার কোণ, সমকোণী ত্রিভুজ, বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্র বেশি বেশি প্র্যাকটিস করুন। বাকি সব বাদ দিন। এখানে বলে রাখি, গণিতের পার্টে শতকরা, গড় ও বীজগণিতের মান নির্ণয় থেকে প্রশ্ন বেশি থাকে।
সাধারণ জ্ঞান
সাধারণ জ্ঞানের অংশে বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি, সাধারণ বিজ্ঞান, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি—এই চার বিষয়ের ওপর সাধারণত ২০ নম্বর থাকে। তবে মাঝেমধ্যে ভূগোল ও পরিবেশ থেকে দুই-একটা প্রশ্ন এসে থাকে। বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করে দেখা গেছে, সাধারণ জ্ঞানের ২০ নম্বরের মধ্যে ১২-১৪টি প্রশ্ন আসে বাংলাদেশ বিষয়াবলি থেকে। বাকি ৬-৮টি প্রশ্ন এসে থাকে আন্তর্জাতিক বিষয়াবলি, সাধারণ বিজ্ঞান, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি এবং ভূগোল ও পরিবেশ থেকে। সাধারণ জ্ঞানের জন্য বাংলার প্রাচীন যুগ ও মধ্যযুগ পড়ুন। এরপর বাংলাদেশের ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, ছয় দফা, মুজিবনগর সরকার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুঘল আমল, ইংরেজ আমল ভালো করে পড়ুন এবং পাশাপাশি পড়ুন অর্থনৈতিক সমীক্ষা-২০২১। সাধারণ জ্ঞানের অংশে বীরশ্রেষ্ঠগুলো ভালো করে পড়ুন। তাঁদের জেলা, জন্ম সাল এসব পড়ে মাথা নষ্ট করবেন না। এই মুহূর্তে বিজ্ঞান, আইসিটি নতুন করে না পড়াই ভালো। আন্তর্জাতিক থেকে তেমন প্রশ্ন থাকে না। দুই-একটা যা থাকে কেবল জাতিসংঘ ও বিভিন্ন সংস্থার সদর দপ্তর কোথায়—এজাতীয় প্রশ্ন থাকে। তাই বাকি সব বাদ দিন। আর সাম্প্রতিক থেকে দুই-একটা প্রশ্ন থাকে। তাই সব না পড়ে কেবল আলোচিত ঘটনাগুলো পড়ুন। বাকি সব বাদ দিন। সময় না পেলে সাম্প্রতিক না পড়াই উচিত। সাধারণ জ্ঞানের সাম্প্রতিক প্রশ্ন পড়তে চাইলে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১, পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, বাংলাদেশে ৫জি ইন্টারনেট, মাতারবাড়ী প্রথম গভীর সমুদ্রবন্দরের কেবল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়তে পারেন।
অন্যান্য প্রস্তুতি
প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার সামগ্রিক প্রস্তুতির জন্য উপরিউক্ত টপিকগুলো ছাড়াও বিসিএস প্রিলির বিগত সালের প্রশ্নগুলো সমাধান করতে পারেন; বিশেষ করে ৩৫তম-৪৩তম। তবে বিসিএস প্রিলির সুশাসন, ভূগোল, ইংলিশ লিটারেচার, বাংলা লিটারেচার এসব চাইলে বাদ দিয়ে পড়তে পারেন। তাহলে দ্রুত শেষ করতে পারবেন। হাতে সময় না থাকলে এসবের ব্যাখ্যা না পড়ে শুধু উত্তরগুলো পড়লেই হবে।
নিজে নিজেই পরীক্ষা দিন
আপনি পরীক্ষার হলে যাওয়ার আগে নিজে নিজে বাসায় বসে ঘড়ি ধরে মডেল টেস্ট থেকে পরীক্ষা দিয়ে দেখুন, আপনি কত পান। মডেল টেস্ট বইটি বিষয়ভিত্তিক হলে ভালো। মানে—বাংলা ২০, ইংরেজি ২০, সাধারণ ২০, গণিত ২০ এভাবে আলাদা করে দেওয়া থাকতে হবে। ফলে সহজে বুঝতে পারবেন, কোন বিষয়ে বেশি আর কোন বিষয়ে কম নম্বর পাচ্ছেন। যে বিষয়ে কম নম্বর পাবেন, পরীক্ষার আগে সেই বিষয়টি ভালোভাবে ঝালিয়ে নিতে পারলে আশা করি ভালো করতে পারবেন। যদি মডেল টেস্টে ৫০-৬০ নম্বর পান তাহলে আপনার প্রস্তুতি ধরে নেবেন মোটামুটি ভালো। আর যদি ৬০-৭০ বা তারও বেশি পান, তাহলে ধরে নেবেন আপনার প্রস্তুতি অনেক ভালো। মনে রাখবেন, এই কয়দিন ভালোভাবে কাজে লাগাতে পারলে আপনার ও আপনার পরিবারের ভাগ্যে অনেক পরিবর্তন আসতে পারে। তাই সময় নষ্ট না করে বেশি বেশি পড়ুন শুধু গুরুত্বপূর্ণ বিষয়গুলো; যেন পরীক্ষার হলে গেলে কনফিউজ না হন।
গাজী মিজানুর রহমান, ৩৫তম বিসিএস ক্যাডার
শিক্ষা সম্পর্কিত পড়ুন:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ৩১ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাত সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে এ তফসিল ঘোষণা করা হয়। তফসিল ঘোষণা করেন জাকসু নির্বাচনের...
১ দিন আগেকুয়েটে অন্তর্বর্তী উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. হযরত আলী। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।
১ দিন আগেরেকর্ডিং শোনার আগে পরীক্ষা প্রস্তুতির অনুশীলনে কী করতে হবে, কীভাবে করতে হবে, কেন করতে হবে ইত্যাদি বিশদভাবে বর্ণনা করা হলো। এখানে একটি উদাহরণ দেওয়া হলো।
১ দিন আগেজাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত স্নাতক পর্যায়ের বেসরকারি কলেজগুলোর গভর্নিং বডির সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য হতে সংশ্লিষ্ট ব্যক্তির শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি বাধ্যতামূলক। তবে চিকিৎসক, ইঞ্জিনিয়ার ও আইনজীবীদের জন্য তা শিথিল করা হয়েছে। ফলে এমবিবিএস চিকিৎসক, বিএসসি ইঞ্জিনিয়ার ও আইনজীবীরা
২ দিন আগে