নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুই মাসের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
এসএসসি ও সমমান পরীক্ষা শেষ হওয়ার দুই মাস বা ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের রেওয়াজের বিষয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘যদি রেওয়াজ থাকে, নিশ্চয়ই আছে; আমরা আপ্রাণ চেষ্টা করব সেভাবে ফল দেওয়ার।’
আজ বেলা ১১টায় মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে যান শিক্ষা উপদেষ্টা। সোয়া ১১টার দিকে বের হয়ে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
সোয়া ১৯ লাখ পরীক্ষার্থীর এসএসসি ও সমমান পরীক্ষা আয়োজন ‘বিশাল কর্মযজ্ঞ’ বলে তুলে ধরে উপদেষ্টা বলেন, ‘আমরা নিশ্চিত করতে চেষ্টা করেছি, যে ধরনের ব্যত্যয় মাঝেমধ্যে ঘটে যায়, সেটা যেন না ঘটে। এর জন্য প্রাথমিক কাজ যেটা সম্পাদন করা দরকার ছিল, অর্থাৎ পরিকল্পনা করা; সেটা সুচারুভাবে সম্পন্ন হয়েছে বলে আমি মনে করি। পরীক্ষার শেষ দিন পর্যন্ত এ পরিবেশ বজায় থাকবে বলে আমরা আশা করি।’
প্রশ্নফাঁসের আশঙ্কা গুরুত্বপূর্ণ বিবেচনার মধ্যে ছিল জানিয়ে অধ্যাপক আবরার বলেন, ‘যেসব সূত্র থেকে প্রশ্নপত্র ফাঁস অতীতে হয়েছে বলে জানা গেছে, আমরা চেষ্টা করেছি সেখান থেকে যেন না হতে পারে। আশা করি আমরা সাকসেসফুল হব। এটাকে টপ প্রায়োরিটি হিসেবে দেখে কার্যকর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছি আমরা।’
চলতি বছরের এসএসসি ও সমমানের তত্ত্বীয় (লিখিত) পরীক্ষা শেষ হবে আগামী ১৩ মে। এরপর ব্যবহারিক পরীক্ষা চলবে ১৫ থেকে ২২ মে পর্যন্ত। প্রচলিত রীতিতে ৬০ দিনের মধ্যে ফল প্রকাশিত হলে আগামী জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে তা জানতে পারবেন পরীক্ষার্থীরা।
সারা দেশে ৩ হাজারের বেশি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এতে অংশ নিচ্ছে ১১টি শিক্ষা বোর্ডের ১৯ লাখ ২৮ হাজার শিক্ষার্থী।
প্রথম দিনে এসএসসিতে বাংলা প্রথম পত্র, দাখিলে কোরআন মাজিদ ও তাজবিদ পরীক্ষা এবং এসএসসি ও দাখিল ভোকেশনালে বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত চলে পরীক্ষা।
দুই মাসের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
এসএসসি ও সমমান পরীক্ষা শেষ হওয়ার দুই মাস বা ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের রেওয়াজের বিষয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘যদি রেওয়াজ থাকে, নিশ্চয়ই আছে; আমরা আপ্রাণ চেষ্টা করব সেভাবে ফল দেওয়ার।’
আজ বেলা ১১টায় মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে যান শিক্ষা উপদেষ্টা। সোয়া ১১টার দিকে বের হয়ে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
সোয়া ১৯ লাখ পরীক্ষার্থীর এসএসসি ও সমমান পরীক্ষা আয়োজন ‘বিশাল কর্মযজ্ঞ’ বলে তুলে ধরে উপদেষ্টা বলেন, ‘আমরা নিশ্চিত করতে চেষ্টা করেছি, যে ধরনের ব্যত্যয় মাঝেমধ্যে ঘটে যায়, সেটা যেন না ঘটে। এর জন্য প্রাথমিক কাজ যেটা সম্পাদন করা দরকার ছিল, অর্থাৎ পরিকল্পনা করা; সেটা সুচারুভাবে সম্পন্ন হয়েছে বলে আমি মনে করি। পরীক্ষার শেষ দিন পর্যন্ত এ পরিবেশ বজায় থাকবে বলে আমরা আশা করি।’
প্রশ্নফাঁসের আশঙ্কা গুরুত্বপূর্ণ বিবেচনার মধ্যে ছিল জানিয়ে অধ্যাপক আবরার বলেন, ‘যেসব সূত্র থেকে প্রশ্নপত্র ফাঁস অতীতে হয়েছে বলে জানা গেছে, আমরা চেষ্টা করেছি সেখান থেকে যেন না হতে পারে। আশা করি আমরা সাকসেসফুল হব। এটাকে টপ প্রায়োরিটি হিসেবে দেখে কার্যকর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছি আমরা।’
চলতি বছরের এসএসসি ও সমমানের তত্ত্বীয় (লিখিত) পরীক্ষা শেষ হবে আগামী ১৩ মে। এরপর ব্যবহারিক পরীক্ষা চলবে ১৫ থেকে ২২ মে পর্যন্ত। প্রচলিত রীতিতে ৬০ দিনের মধ্যে ফল প্রকাশিত হলে আগামী জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে তা জানতে পারবেন পরীক্ষার্থীরা।
সারা দেশে ৩ হাজারের বেশি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এতে অংশ নিচ্ছে ১১টি শিক্ষা বোর্ডের ১৯ লাখ ২৮ হাজার শিক্ষার্থী।
প্রথম দিনে এসএসসিতে বাংলা প্রথম পত্র, দাখিলে কোরআন মাজিদ ও তাজবিদ পরীক্ষা এবং এসএসসি ও দাখিল ভোকেশনালে বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত চলে পরীক্ষা।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গত ১৭ জুলাইয়ে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ না করার বিষয় নিয়ে একটি পরিপত্র জারি করে। এই সুযোগ থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থীদের বঞ্চিত করার পরিপত্রটির বাতিল ও শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার দাবি নিয়ে সংবাদ
৮ ঘণ্টা আগে২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদনের সময়সীমা আজ সোমবার (১২ আগস্ট) রাত ১১:৫৯ মিনিটে শেষ হবে। দুই দিন বাড়ানো এই সময়সীমা গত রোববার (১০ আগস্ট) ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (প্রস্তাবিত) অন্তর্বর্তী প্রশাসনের প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস
১২ ঘণ্টা আগেব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
১৪ ঘণ্টা আগেবেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
১৫ ঘণ্টা আগে