Ajker Patrika

লাইভস্টক ক্যাডারে প্রথম ফেরদৌস হাসান

জেলি খাতুন
লাইভস্টক ক্যাডারে প্রথম ফেরদৌস হাসান

ফেরদৌস হাসানের শৈশব কেটেছে লালমনিরহাট জেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি গ্রামে। সেখানেই এসএসসি ও এইচএসসি সম্পন্ন করেন। এরপর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), ময়মনসিংহ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ৩৮ ও ৪০তম বিসিএসে অংশগ্রহণ করলেও সুযোগ হয়নি। ৪১তম বিসিএসে লাইভস্টক (এএইচ) ক্যাডারে প্রথম হন। তাঁর এই সফলতার গল্প বলেছেন তিনি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দেখতাম, বিশ্ববিদ্যালয়ের বড় ভাইয়েরা বিসিএসের বিভিন্ন ক্যাডার পেয়ে চাকরিতে যোগ দিচ্ছেন।মনের ভেতরে তখন একটা সুপ্ত বাসনা তৈরি হয়। ২০১৭ সালে অনার্স সম্পন্ন করে প্রস্তুতি নেওয়া শুরু করি। 

প্রতিবন্ধকতা
২০০২ সালে বাবা মারা যাওয়ার পর মা সংসারের হাল ধরেন। মা ছিলেন একজন স্বাস্থ্যকর্মী। দুই সন্তানের পড়াশোনা চালাতে মাকে হিমশিম খেতে হয়েছে। বাবা ছাড়া একজন অপরাজিতা মায়ের উদ্যোগে গড়ে উঠতে থাকে আমার পথ চলা। 

নতুনদের জন্য পরামর্শ
নিয়মিত পড়াশোনা করে ভালো প্রস্তুতি নিতে পারলে ভালো ফল প্রত্যাশা করা যায়। প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার প্রস্তুতি একসঙ্গে নিলে খুবই ভালো। একটি গোছানো রুটিন এবং পরিকল্পনামাফিক পড়াশোনা করতে পারলে বিসিএস ক্যাডার পাওয়া সহজ হয়ে যায়। অধ্যবসায়  আর সফলতা অর্জনের ক্ষুধা একজন মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। 

সামাজিক যোগাযোগমাধ্যম
অনলাইন এমন একটা মাধ্যম, যেখানে সহজেই যেকোনো তথ্য পাওয়া যায়। আমি বিভিন্ন অনলাইন গ্রুপে যুক্ত থেকে পর্যাপ্ত গাইডলাইন পেয়েছিলাম, বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করে নিজের যোগ্যতা যাচাই করেছিলাম এবং নিজের কোন কোন বিষয়ের প্রতি দুর্বলতা রয়েছে, সে সম্বন্ধে অবগত হয়েছিলাম। অনলাইন এমন একটা প্ল্যাটফর্ম, যার ভালো-মন্দ দুটি দিকই রয়েছে, আপনি ভালোভাবে ব্যবহার করলে সবচেয়ে বেশি উপকৃত হবেন। অনলাইনে থাকলে সময়টা ভালো কাজে ব্যবহার করতে হবে, তবেই এটি একজন গতানুগতিক শিক্ষার্থী থেকে একজনকে এগিয়ে রাখবে। এ ছাড়া সাধারণ জ্ঞান ও নিত্যনতুন ঘটে যাওয়া ঘটনাবলির সব ধরনের তথ্য প্রতিনিয়ত পাওয়া যায়। 

ভালো করে প্রস্তুতি নিন
বিসিএস পরীক্ষা তখন কঠিন হবে, যখন আপনি ভালো প্রস্তুতি না নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবেন। আপনার সামর্থ্যের জায়গা ও 
দুর্বলতা খুঁজে বের করুন এবং দুর্বলতাগুলো কাটিয়ে তুলুন। আপনার যে সময় পড়লে মনে 
থাকে, সেই সময় বেশি মন দিয়ে পড়াশোনা করুন। মনে রাখবেন, বিসিএসের প্রস্তুতি নিলে বিসিএস ছাড়াও অন্য যেকোনো চাকরির ক্ষেত্রে সাফল্য আসবে। 

ভবিষ্যৎ পরিকল্পনা
আমি চাই ভবিষ্যতে পশু সম্পদের আরও উন্নয়ন এবং বাংলাদেশের মানুষের প্রোটিনের চাহিদা পূরণে অবদান রাখতে। 

অনুলিখন: জেলি খাতুন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত