Ajker Patrika

খুবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে আইসিটি ল্যাব উদ্বোধন

খুবি প্রতিনিধি
আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ১৪: ১২
খুবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে আইসিটি ল্যাব উদ্বোধন

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সৈয়দ নজরুল ইসলাম ভবনের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে আইসিটি ল্যাবের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন নাম ফলক উন্মোচন ও ফিতা কেটে এই ল্যাবের উদ্বোধন করেন। 

এ সময় উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ক্লাসরুমের সংকট রয়েছে। আইইআর ভবন, চতুর্থ একাডেমিক ভবনের নির্মাণকাজ শেষ হলে এই সংকট বহুলাংশে নিরসন হবে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে প্রযুক্তিগত সুবিধা বৃদ্ধিতে ৩৪ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে ‘খুলনা বিশ্ববিদ্যালয় সফট অবকাঠামো’ শীর্ষক প্রকল্প ইউজিসিতে পেশ করা হয়েছে। এই প্রকল্পের অনুমোদন পাওয়া গেলে দ্রুত গতির ইন্টারনেট ব্যাকবোন স্থাপন, স্মার্ট ক্লাসরুম, সিকিউরিটি সার্ভিল্যান্স সুবিধা আধুনিক মানে উন্নীত হবে। একই ভবনে ইনোভেশন হাব তৈরি করা হচ্ছে। এ ছাড়া লাইব্রেরি অটোমেশনের কাজ চলছে। শিক্ষার্থীরা যাতে লাইব্রেরিতে কম্পিউটারের সুবিধা পায় সে বিষয় নিয়েও চিন্তা-ভাবনা চলছে। আশা করি আগামী দুই-তিন বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার সুবিধা প্রত্যাশার পর্যায়ে পৌঁছাবে। 

এ সময় শিক্ষা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) ও আইইআরের পরিচালক অধ্যাপক ড. এ কে ফজলুল হকসহ সংশ্লিষ্ট ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান ও উপাচার্যের সচিব সঞ্জয় সাহা উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত