Ajker Patrika

কুবির ঘটনার প্রতিবাদ জানিয়েছে মিডিয়া এডুকেটরস নেটওয়ার্ক

কুবির ঘটনার প্রতিবাদ জানিয়েছে মিডিয়া এডুকেটরস নেটওয়ার্ক

গণমাধ্যমে তথ্য দেওয়ার ভিত্তিহীন অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহবুবুল হক ভূঁইয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ও যৌক্তিক কারণ ছাড়া একই বিভাগের শিক্ষক কাজী আনিছের পদোন্নতি বাতিলের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে মিডিয়া এডুকেটরস নেটওয়ার্ক। 

বিবৃতিতে দেশের প্রাইভেট ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মোট ৭৮ জন শিক্ষক ভার্চ্যুয়ালি স্বাক্ষর প্রদান করেন। বিবৃতিতে সাক্ষর করেন ড. মো. গোলাম রহমান, রোবায়েত ফেরদৌস, ড. প্রদীপ কুমার পাণ্ডে, ড. আবদুল কাবিল খান, শরীফা উম্মে শিরিনাসহ প্রমুখ। 

শুক্রবার খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি যে, সম্প্রতি কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন গণমাধ্যমে তথ্য দেওয়ার ভিত্তিহীন অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহবুবুল হক ভূঁইয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে ন্যূনতম যৌক্তিক কারণ ছাড়া একই বিভাগের শিক্ষক কাজী আনিছের পদোন্নতি বাতিল করেছে। এ ধরনের অযৌক্তিক ঘটনায় আমরা, দেশের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষকদের প্ল্যাটফর্ম, মিডিয়া এডুকেটরস নেটওয়ার্ক ক্ষুব্ধ, বিস্মিত ও মর্মাহত।’ 

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দুই শিক্ষকের বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রতি উদ্দেশ্যমূলক বৈরী আচরণ শুরু করেছে। আমরা অবাক হয়ে লক্ষ্য করেছি, অভিজ্ঞতার সনদে সামান্য ত্রুটির অজুহাতে একই বিভাগের শিক্ষক কাজী আনিসের পদোন্নতি বাতিল করেছে। এর পূর্বে ২০১৯ সালের একটি ঘটনায়, এই বিভাগের দুই শিক্ষার্থী, যারা সংবাদমাধ্যমের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক হিসেবে সংবাদ সংগ্রহের প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কক্ষে গিয়ে হয়রানির শিকার হয়েছিলেন। ক্ষোভ প্রকাশের একপর্যায়ে রেজিস্ট্রার তার কক্ষ থেকে ওই শিক্ষার্থীদের বের করে দিয়েছিলেন। ক্ষুব্ধ হয়ে তিনি বলেছিলেন, ‘সাংবাদিকতা বিভাগ খুলে পাপ করেছি’। এ ধরনের অবমাননাকর বক্তব্য আমাদের বিব্রত করেছে। আমরা এ বক্তব্যের নিন্দা জানাই।’ 

এর আগে সংবাদমাধ্যমে তথ্য সরবরাহের অভিযোগ এনে মাহবুবুল হক ভূঁইয়ার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর আবেদনের যোগ্যতার যথাযথ শর্ত পূরণ না হওয়ায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক কাজী এম আনিছুল ইসলামের পদোন্নতি বাতিল করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত