Ajker Patrika

খুলনা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু ২২ জানুয়ারি

খুবি প্রতিনিধি
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩, ১৪: ২৩
খুলনা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু ২২ জানুয়ারি

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের পাঠদান শুরু হবে ২২ জানুয়ারি। গতকাল শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ে ভর্তিসংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

উপাচার্যের কার্যালয় জানায়, গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় খুবির উপাচার্য অধ্যাপক মাহমুদ হোসেনের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভা হয়। এ সময় শিক্ষার্থীদের পাঠদান শুরুর তারিখ ও রেজিস্ট্রেশনসহ বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

রেজিস্ট্রার অফিস জানায়, খুলনা বিশ্ববিদ্যালয়ে কোটাসহ মোট শূন্য আসনের বিপরীতে ভর্তির জন্য ১৫ থেকে ১৬ জানুয়ারি মেধাতালিকায় থাকা শিক্ষার্থীদের উপস্থিত হতে হবে। উপস্থিত শিক্ষার্থীদের মধ্য থেকে ১৭ জানুয়ারি মেধাতালিকা প্রকাশ করা হবে। আর এই তালিকা থেকে শূন্য আসনে চূড়ান্ত ভর্তি ১৮-১৯ জানুয়ারি।

রেজিস্ট্রার অফিস আরও জানায়, ২০২১-২২ শিক্ষাবর্ষে যাঁরা খুবিতে প্রাথমিক ভর্তি হয়েছেন, তাঁদের সশরীরে এসে ১৫ থেকে ১৬ জানুয়ারি চূড়ান্ত ভর্তি হতে হবে। কোর্স রেজিস্ট্রেশন অনলাইনে ২২ জানুয়ারি থেকে শুরু হবে, তা চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস জানান, ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য শিগগির বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত