সাব্বির হোসেন
জীবনে আমরা অনেকে এমন কিছু বিশ্বাস ধারণ করি, যা হয়তো সময়ের সঙ্গে সঙ্গে ভুল প্রমাণিত হয়। কিন্তু সেগুলো বদলানোর পরিবর্তে আমরা আরও বেশি নিশ্চিত হয়ে যাই যে আমাদের চিন্তাই সঠিক। অ্যাডাম গ্র্যান্টের মতে, এটি ‘জ্ঞানীয় অলসতা’—যেখানে আমরা নিজেরাই নিজেদের শেখার পথ রুদ্ধ করে ফেলি। একজন অভিজ্ঞ শিক্ষক যদি মনে করেন তাঁর পড়ানোর পদ্ধতিই সেরা, তাহলে তিনি নতুন কোনো কৌশল শিখতে চাইবেন না। এক গবেষণায় দেখা গেছে, দক্ষতা কম থাকা সত্ত্বেও মানুষ যখন নিজেকে খুব দক্ষ ভাবে, তখনই বিপত্তি ঘটে। এটি ডানিং-ক্রুগার ইফেক্ট নামে পরিচিত।
উদাহরণস্বরূপ: একজন নতুন গাড়িচালক যদি মনে করেন তিনি খুব দক্ষ, তবে তিনি প্রয়োজনীয় সতর্কতা নেবেন না; যা দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। অ্যাডাম গ্র্যান্টের বই ‘থিংক এগেইন’ আমাদের শেখায়, কেবল জানাই যথেষ্ট নয়; বরং শিখতে শেখাই আসল দক্ষতা। আমাদের মস্তিষ্ক এমনভাবে কাজ করে যে একবার কোনো তথ্য গ্রহণ করলে, আমরা সেটিকেই চূড়ান্ত ধরে নিই এবং নতুন দৃষ্টিকোণ থেকে চিন্তা করতে ভয় পাই। এই মানসিকতা আমাদের ব্যক্তিগত ও পেশাদার জীবনে পিছিয়ে দেয়।
বিশ্বাস রাখুন, শিখতে থাকুন
নিজের সীমাবদ্ধতা স্বীকার করাও একধরনের বুদ্ধিমত্তা। গ্র্যান্ট একে বলেন, ‘কনফিডেন্ট হিউমিলিটি’—এটি এমন এক মানসিক অবস্থা, যেখানে আপনি আত্মবিশ্বাসী, কিন্তু নতুন শেখার জন্য উন্মুক্ত। চিন্তার একটি চমৎকার উপায় হলো, জীবনকে বৈজ্ঞানিক পরীক্ষার মতো দেখা।
উদাহরণস্বরূপ: একটি কোম্পানি যদি নতুন কোনো পণ্য বাজারে আনতে চায়, তবে তারা সরাসরি বড় বিনিয়োগের পরিবর্তে ছোট স্কেলে পরীক্ষা চালিয়ে দেখতে পারে। এটি তাদের ভুল সংশোধন এবং নতুন কৌশল গ্রহণের সুযোগ দেয়।
মতবিরোধ কি সব সময় খারাপ?
আমরা প্রায়ই মতবিরোধকে নেতিবাচক বলে ধরে নিই। কিন্তু গ্র্যান্ট বলেন, ‘টাস্ক কনফ্লিক্ট’ বা কাজ সম্পর্কিত মতবিরোধ আসলে একটি ইতিবাচক দিক; যা সৃজনশীল চিন্তার সুযোগ তৈরি করে দেয়। তবে যদি এটি ‘ইমোশনাল কনফ্লিক্ট’ হয়ে যায় এবং সেখানে যদি ব্যক্তিগত আক্রমণ চলে, তখন তা ক্ষতিকর হয়ে ওঠে। স্টিভ জবস এবং তাঁর ডিজাইন টিমের মধ্যে প্রায়ই মতবিরোধ হতো, কিন্তু সেটাই অ্যাপল পণ্যের নকশাকে অনন্য করে তুলেছিল। একইভাবে, কর্মজীবনে এমন মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন, যারা আপনার চিন্তার সীমাবদ্ধতাগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে।
বিতর্ক কি যুদ্ধ, নাকি সহবত?
একটি ভালো বিতর্ক যুদ্ধের মতো নয়, বরং একটি নাচের মতো; যেখানে দুই পক্ষ একসঙ্গে চিন্তার নতুন পথ তৈরি করে। ভালো বিতর্কের কয়েকটি কৌশল হলো সাধারণ ভিত্তি খুঁজে বের করা; যেমন—উভয় পক্ষই যদি চায়
উন্নতি হোক, তাহলে সেই লক্ষ্যকে সামনে রেখে আলোচনা করা সহজ হয়। কম যুক্তি ব্যবহার করা—গবেষণায় দেখা গেছে, বেশি যুক্তি দিলে উল্টো প্রতিপক্ষ প্রতিরোধমূলক আচরণ করে। বেশি প্রশ্ন করা—কোনো বিষয়ে সরাসরি সিদ্ধান্ত চাপিয়ে না দিয়ে প্রশ্নের মাধ্যমে অপরপক্ষকে চিন্তা করতে উৎসাহিত করা।
শেখার সংস্কৃতি কীভাবে গড়ে তোলা যায়?
বাইনারি বায়াস এড়ান—অনেক সমস্যাকে আমরা হয় ‘সঠিক’ নয় ‘ভুল’ এই দুইভাবে দেখি, কিন্তু বাস্তবতা অনেক জটিল। যেমন—রাজনীতির ক্ষেত্রে শুধু ডান-বামের বিভাজন করলে গভীরতর সমস্যাগুলো আড়ালে থেকে যায়।
বৈজ্ঞানিক চিন্তা করুন—শুধু তথ্য গ্রহণ করলেই হবে না, বরং সেটি যাচাই করাও গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ, শিশুদের মুখস্থ করানোর পরিবর্তে প্রশ্ন করতে শেখানো উচিত—‘এই তথ্যের সোর্স কী?’ বা ‘এটি কোন গবেষণায় প্রমাণিত?’।
জীবনে আমরা অনেকে এমন কিছু বিশ্বাস ধারণ করি, যা হয়তো সময়ের সঙ্গে সঙ্গে ভুল প্রমাণিত হয়। কিন্তু সেগুলো বদলানোর পরিবর্তে আমরা আরও বেশি নিশ্চিত হয়ে যাই যে আমাদের চিন্তাই সঠিক। অ্যাডাম গ্র্যান্টের মতে, এটি ‘জ্ঞানীয় অলসতা’—যেখানে আমরা নিজেরাই নিজেদের শেখার পথ রুদ্ধ করে ফেলি। একজন অভিজ্ঞ শিক্ষক যদি মনে করেন তাঁর পড়ানোর পদ্ধতিই সেরা, তাহলে তিনি নতুন কোনো কৌশল শিখতে চাইবেন না। এক গবেষণায় দেখা গেছে, দক্ষতা কম থাকা সত্ত্বেও মানুষ যখন নিজেকে খুব দক্ষ ভাবে, তখনই বিপত্তি ঘটে। এটি ডানিং-ক্রুগার ইফেক্ট নামে পরিচিত।
উদাহরণস্বরূপ: একজন নতুন গাড়িচালক যদি মনে করেন তিনি খুব দক্ষ, তবে তিনি প্রয়োজনীয় সতর্কতা নেবেন না; যা দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। অ্যাডাম গ্র্যান্টের বই ‘থিংক এগেইন’ আমাদের শেখায়, কেবল জানাই যথেষ্ট নয়; বরং শিখতে শেখাই আসল দক্ষতা। আমাদের মস্তিষ্ক এমনভাবে কাজ করে যে একবার কোনো তথ্য গ্রহণ করলে, আমরা সেটিকেই চূড়ান্ত ধরে নিই এবং নতুন দৃষ্টিকোণ থেকে চিন্তা করতে ভয় পাই। এই মানসিকতা আমাদের ব্যক্তিগত ও পেশাদার জীবনে পিছিয়ে দেয়।
বিশ্বাস রাখুন, শিখতে থাকুন
নিজের সীমাবদ্ধতা স্বীকার করাও একধরনের বুদ্ধিমত্তা। গ্র্যান্ট একে বলেন, ‘কনফিডেন্ট হিউমিলিটি’—এটি এমন এক মানসিক অবস্থা, যেখানে আপনি আত্মবিশ্বাসী, কিন্তু নতুন শেখার জন্য উন্মুক্ত। চিন্তার একটি চমৎকার উপায় হলো, জীবনকে বৈজ্ঞানিক পরীক্ষার মতো দেখা।
উদাহরণস্বরূপ: একটি কোম্পানি যদি নতুন কোনো পণ্য বাজারে আনতে চায়, তবে তারা সরাসরি বড় বিনিয়োগের পরিবর্তে ছোট স্কেলে পরীক্ষা চালিয়ে দেখতে পারে। এটি তাদের ভুল সংশোধন এবং নতুন কৌশল গ্রহণের সুযোগ দেয়।
মতবিরোধ কি সব সময় খারাপ?
আমরা প্রায়ই মতবিরোধকে নেতিবাচক বলে ধরে নিই। কিন্তু গ্র্যান্ট বলেন, ‘টাস্ক কনফ্লিক্ট’ বা কাজ সম্পর্কিত মতবিরোধ আসলে একটি ইতিবাচক দিক; যা সৃজনশীল চিন্তার সুযোগ তৈরি করে দেয়। তবে যদি এটি ‘ইমোশনাল কনফ্লিক্ট’ হয়ে যায় এবং সেখানে যদি ব্যক্তিগত আক্রমণ চলে, তখন তা ক্ষতিকর হয়ে ওঠে। স্টিভ জবস এবং তাঁর ডিজাইন টিমের মধ্যে প্রায়ই মতবিরোধ হতো, কিন্তু সেটাই অ্যাপল পণ্যের নকশাকে অনন্য করে তুলেছিল। একইভাবে, কর্মজীবনে এমন মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন, যারা আপনার চিন্তার সীমাবদ্ধতাগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে।
বিতর্ক কি যুদ্ধ, নাকি সহবত?
একটি ভালো বিতর্ক যুদ্ধের মতো নয়, বরং একটি নাচের মতো; যেখানে দুই পক্ষ একসঙ্গে চিন্তার নতুন পথ তৈরি করে। ভালো বিতর্কের কয়েকটি কৌশল হলো সাধারণ ভিত্তি খুঁজে বের করা; যেমন—উভয় পক্ষই যদি চায়
উন্নতি হোক, তাহলে সেই লক্ষ্যকে সামনে রেখে আলোচনা করা সহজ হয়। কম যুক্তি ব্যবহার করা—গবেষণায় দেখা গেছে, বেশি যুক্তি দিলে উল্টো প্রতিপক্ষ প্রতিরোধমূলক আচরণ করে। বেশি প্রশ্ন করা—কোনো বিষয়ে সরাসরি সিদ্ধান্ত চাপিয়ে না দিয়ে প্রশ্নের মাধ্যমে অপরপক্ষকে চিন্তা করতে উৎসাহিত করা।
শেখার সংস্কৃতি কীভাবে গড়ে তোলা যায়?
বাইনারি বায়াস এড়ান—অনেক সমস্যাকে আমরা হয় ‘সঠিক’ নয় ‘ভুল’ এই দুইভাবে দেখি, কিন্তু বাস্তবতা অনেক জটিল। যেমন—রাজনীতির ক্ষেত্রে শুধু ডান-বামের বিভাজন করলে গভীরতর সমস্যাগুলো আড়ালে থেকে যায়।
বৈজ্ঞানিক চিন্তা করুন—শুধু তথ্য গ্রহণ করলেই হবে না, বরং সেটি যাচাই করাও গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ, শিশুদের মুখস্থ করানোর পরিবর্তে প্রশ্ন করতে শেখানো উচিত—‘এই তথ্যের সোর্স কী?’ বা ‘এটি কোন গবেষণায় প্রমাণিত?’।
বিশ্ববিদ্যালয় কেবল উচ্চশিক্ষা অর্জনের জায়গা নয়, এটি জীবনের বৃহত্তর পাঠশালা। পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের পাশাপাশি এখানে শেখার আছে নেতৃত্বের দক্ষতা, আত্ম-উন্নয়নের কৌশল এবং ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি।
২ দিন আগেইউরোপের দেশ সুইডেন। দেশটির মেরিন জেট পাওয়ার কোম্পানির টেস্ট অ্যান্ড ভ্যালিডেশন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন প্রবাসী বাংলাদেশি মুহাম্মদ শাকিরুল্লাহ। সুইডেনে বাংলাদেশিদের ক্যারিয়ার গড়ার সম্ভাবনা...
২ দিন আগেসব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) নিয়মিত পরিচালনা পর্ষদ গঠনের প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ রোববার (২৭ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব (বেসরকারি মাধ্যমিক-১) সাইয়েদ এ জেড মোরশেদ আলী স্বাক্ষরিত অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
২ দিন আগেএই তালিকায় সেরা বিশ্ববিদ্যালয়ের প্রথম সারিতে না থাকলেও বাংলাদেশের সরকারি ও বেসরকারি ২৪টি বিশ্ববিদ্যালয় জায়গা করে নিয়েছে। প্রকাশিত তালিকা অনুযায়ী, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে শীর্ষ অবস্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
২ দিন আগে