Ajker Patrika

কম্পিউটার সায়েন্স পড়ার জন্য বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় যুক্তরাজ্যে

র‍্যাংকিংয়ে ৯৮ দশমিক ৩ নম্বর পেয়ে তালিকায় প্রথম স্থানে রয়েছে অক্সফোর্ড। ছবি: অক্সফোর্ড
র‍্যাংকিংয়ে ৯৮ দশমিক ৩ নম্বর পেয়ে তালিকায় প্রথম স্থানে রয়েছে অক্সফোর্ড। ছবি: অক্সফোর্ড

প্রতিবছর বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোকে একে অপরের সঙ্গে তুলনা করে এবং যেকোনো বিষয়ে পড়াশোনা করার জন্য সেরা প্রতিষ্ঠানগুলো চিহ্নিত করে থাকে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই)। এবার প্রকাশ করেছে ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র‍্যাঙ্কিং-২০২৫ ’। এই র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সেরা কম্পিউটার সায়েন্স বিশ্ববিদ্যালয় হিসেবে প্রথম স্থান অধিকার করেছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।

র‍্যাঙ্কিংয়ে ৯৮ দশমিক ৩ নম্বর পেয়ে তালিকায় প্রথম স্থানে রয়েছে অক্সফোর্ড, যেখানে তাদের গবেষণার গুণগত মানে প্রাপ্ত নম্বর প্রায় ৯৯ দশমিক ৪ এবং শিক্ষাদানে পেয়েছে ৯৯ দশমিক ২ নম্বর। বিশ্ববিদ্যালয়টি শুধু কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে নয়, চিকিৎসা ও স্বাস্থ্যবিজ্ঞানেও সেরা হিসেবে পরিচিত। অক্সফোর্ড নবমবারের মতো বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তকমা অর্জন করেছে।

বিশ্ববিদ্যালয়ে গবেষণার পরিবেশ, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি, গবেষণার গুণগত মান এবং শিক্ষাদানের মানের মতো ইত্যাদি বিষয়ের ভিত্তিতে এই তালিকা তৈরি করেছে টাইমস হায়ার এডুকেশন। কম্পিউটার, অ্যালগরিদম ও ডেটা বিশ্লেষণে আগ্রহী হলে পড়াশোনার জন্য সবচেয়ে ভালো প্রতিষ্ঠান হবে অক্সফোর্ড।

এ ছাড়া আরও দুটি ব্রিটিশ বিশ্ববিদ্যালয় বিশ্বের শীর্ষ দশের মধ্যে স্থান পেয়েছে। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় অবস্থানে এবং ইম্পিরিয়াল কলেজ লন্ডন যৌথভাবে অষ্টম স্থানে রয়েছে।

২০২৫ সালের জন্য প্রতিটি বিষয়ের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো হলো—

  • আর্টস এবং হিউম্যানিটিজ–এমআইটি
  • ব্যবসা এবং অর্থনীতি–এমআইটি
  • কম্পিউটার সায়েন্স–অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
  • এডুকেশন স্টাডিজ–স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়
  • ইঞ্জিনিয়ারিং–হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
  • আইন–স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়
  • লাইফ সায়েন্স–হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
  • চিকিৎসা ও স্বাস্থ্য–অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
  • ফিজিক্যাল সায়েন্স–ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি
  • মনোবিজ্ঞান–স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়
  • সোশ্যাল স্টাডিজ–এমআইটি

তথ্যসূত্র: টাইমআউট ডট কম

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত