অনলাইন ডেস্ক
দুটি পাঠ্যবইয়ে মানচিত্র ও কিছু তথ্য নিয়ে আপত্তি জানিয়েছে চীন। এর পরিপ্রেক্ষিতে সেগুলো সংশোধন বা পরিমার্জনের ক্ষেত্রে সরকারের নির্দেশনার অপেক্ষায় রয়েছে পাঠ্যপুস্তক প্রণয়ন ও ছাপার দায়িত্বে থাকা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
এনসিটিবি সূত্র বলছে, ইবতেদায়ি মাদ্রাসার চতুর্থ শ্রেণির ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ এবং নবম ও দশম শ্রেণির ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বইয়ের কিছু তথ্য ও মানচিত্র নিয়ে আপত্তি জানিয়ে গত নভেম্বরে এনসিটিবিকে চিঠি দেয় ঢাকার চীনা দূতাবাস। এর পরিপ্রেক্ষিতে বেশ কিছু তথ্য সংশোধন করা হয়েছে। যেমন জনসংখ্যার দিক থেকে চীনের অবস্থান দ্বিতীয়, চীন শিল্প ও সেবানির্ভর দেশ, মানচিত্রে চীন লেখাটা তাদের চাহিদা অনুযায়ী সংযোজন করা। মানচিত্রসহ অন্য তথ্যগুলো নিয়ে আপত্তির বিষয়ে আরও সুনির্দিষ্ট করে জানাতে চীন দূতাবাসকে আমন্ত্রণ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে এখনো সাড়া দেয়নি দূতাবাস।
সূত্র আরও বলেছে, চিঠিতে চীনের ভাষ্য, ইবতেদায়ি মাদ্রাসার চতুর্থ শ্রেণির ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বইয়ে এশিয়া অঞ্চলের মানচিত্রে চীন ও ভারতের সীমান্তরেখায় জ্যাংনান (অরুণাচল প্রদেশ) ও আকসাই চীনকে ভুলভাবে চিহ্নিত করা হয়েছে। নবম ও দশম শ্রেণির ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বইয়ে বাংলাদেশের পণ্যের রপ্তানি গন্তব্য দেশের তালিকায় হংকং ও তাইওয়ানকে দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এনসিটিবির প্রধান সম্পাদক মুহাম্মদ ফাতিহুল কাদীর গত বুধবার আজকের পত্রিকাকে বলেন, চীনা দূতাবাসের চিঠির পরিপ্রেক্ষিতে বেশ কিছু তথ্য সংশোধন করা হয়েছে। বিষয়গুলো আরও সুনির্দিষ্ট করে জানাতে তাদের আমন্ত্রণ জানিয়ে চিঠি দেওয়া হলেও এখনো জবাব আসেনি। তিনি বলেন, অন্য বিষয়গুলোর সংশোধন সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। সরকারের নির্দেশনা পেলে তাঁরা পদক্ষেপ নেবেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এনসিটিবির ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, চীনের মূল আপত্তি তাইওয়ান ও হংকংকে আলাদা রাষ্ট্র করে দেখানো। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় এ বিষয়ে সরকারের নীতিনির্ধারণী সিদ্ধান্ত প্রয়োজন।
চীন বলছে, ভূমি জরিপ অধিদপ্তরের ওয়েবসাইটেও মানচিত্রে চীন ও ভারতের সীমান্তরেখায় জ্যাংনান (অরুণাচল প্রদেশ) ও আকসাই চীনকে ভুলভাবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি তাইওয়ানকে দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে, যা ভুল বলে দাবি চীনের।
দুটি পাঠ্যবইয়ে মানচিত্র ও কিছু তথ্য নিয়ে আপত্তি জানিয়েছে চীন। এর পরিপ্রেক্ষিতে সেগুলো সংশোধন বা পরিমার্জনের ক্ষেত্রে সরকারের নির্দেশনার অপেক্ষায় রয়েছে পাঠ্যপুস্তক প্রণয়ন ও ছাপার দায়িত্বে থাকা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
এনসিটিবি সূত্র বলছে, ইবতেদায়ি মাদ্রাসার চতুর্থ শ্রেণির ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ এবং নবম ও দশম শ্রেণির ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বইয়ের কিছু তথ্য ও মানচিত্র নিয়ে আপত্তি জানিয়ে গত নভেম্বরে এনসিটিবিকে চিঠি দেয় ঢাকার চীনা দূতাবাস। এর পরিপ্রেক্ষিতে বেশ কিছু তথ্য সংশোধন করা হয়েছে। যেমন জনসংখ্যার দিক থেকে চীনের অবস্থান দ্বিতীয়, চীন শিল্প ও সেবানির্ভর দেশ, মানচিত্রে চীন লেখাটা তাদের চাহিদা অনুযায়ী সংযোজন করা। মানচিত্রসহ অন্য তথ্যগুলো নিয়ে আপত্তির বিষয়ে আরও সুনির্দিষ্ট করে জানাতে চীন দূতাবাসকে আমন্ত্রণ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে এখনো সাড়া দেয়নি দূতাবাস।
সূত্র আরও বলেছে, চিঠিতে চীনের ভাষ্য, ইবতেদায়ি মাদ্রাসার চতুর্থ শ্রেণির ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বইয়ে এশিয়া অঞ্চলের মানচিত্রে চীন ও ভারতের সীমান্তরেখায় জ্যাংনান (অরুণাচল প্রদেশ) ও আকসাই চীনকে ভুলভাবে চিহ্নিত করা হয়েছে। নবম ও দশম শ্রেণির ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বইয়ে বাংলাদেশের পণ্যের রপ্তানি গন্তব্য দেশের তালিকায় হংকং ও তাইওয়ানকে দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এনসিটিবির প্রধান সম্পাদক মুহাম্মদ ফাতিহুল কাদীর গত বুধবার আজকের পত্রিকাকে বলেন, চীনা দূতাবাসের চিঠির পরিপ্রেক্ষিতে বেশ কিছু তথ্য সংশোধন করা হয়েছে। বিষয়গুলো আরও সুনির্দিষ্ট করে জানাতে তাদের আমন্ত্রণ জানিয়ে চিঠি দেওয়া হলেও এখনো জবাব আসেনি। তিনি বলেন, অন্য বিষয়গুলোর সংশোধন সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। সরকারের নির্দেশনা পেলে তাঁরা পদক্ষেপ নেবেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এনসিটিবির ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, চীনের মূল আপত্তি তাইওয়ান ও হংকংকে আলাদা রাষ্ট্র করে দেখানো। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় এ বিষয়ে সরকারের নীতিনির্ধারণী সিদ্ধান্ত প্রয়োজন।
চীন বলছে, ভূমি জরিপ অধিদপ্তরের ওয়েবসাইটেও মানচিত্রে চীন ও ভারতের সীমান্তরেখায় জ্যাংনান (অরুণাচল প্রদেশ) ও আকসাই চীনকে ভুলভাবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি তাইওয়ানকে দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে, যা ভুল বলে দাবি চীনের।
বিশ্ববিদ্যালয় কেবল উচ্চশিক্ষা অর্জনের জায়গা নয়, এটি জীবনের বৃহত্তর পাঠশালা। পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের পাশাপাশি এখানে শেখার আছে নেতৃত্বের দক্ষতা, আত্ম-উন্নয়নের কৌশল এবং ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি।
২ দিন আগেইউরোপের দেশ সুইডেন। দেশটির মেরিন জেট পাওয়ার কোম্পানির টেস্ট অ্যান্ড ভ্যালিডেশন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন প্রবাসী বাংলাদেশি মুহাম্মদ শাকিরুল্লাহ। সুইডেনে বাংলাদেশিদের ক্যারিয়ার গড়ার সম্ভাবনা...
২ দিন আগেসব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) নিয়মিত পরিচালনা পর্ষদ গঠনের প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ রোববার (২৭ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব (বেসরকারি মাধ্যমিক-১) সাইয়েদ এ জেড মোরশেদ আলী স্বাক্ষরিত অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
২ দিন আগেএই তালিকায় সেরা বিশ্ববিদ্যালয়ের প্রথম সারিতে না থাকলেও বাংলাদেশের সরকারি ও বেসরকারি ২৪টি বিশ্ববিদ্যালয় জায়গা করে নিয়েছে। প্রকাশিত তালিকা অনুযায়ী, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে শীর্ষ অবস্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
২ দিন আগে