নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে কেউ গুজব ছড়ানো এবং প্রশ্নপত্র ফাঁসের অপচেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ রোববার রাজধানীর মতিঝিল বয়েজ স্কুল কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ‘এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। আশা করি কোথাও প্রশ্নপত্র ফাঁস হবে না। কিন্তু বরাবরের মতো গুজব ছড়ানোর মতো একটা চেষ্টা আছে। কেউ গুজবে কান দেবেন না। তবে যারা গুজব ছড়াবে কিংবা প্রশ্নপত্র ফাঁসের অপচেষ্টা করবে,, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এতে কোনো সন্দেহ নেই।’
দীপু মনি বলেন, `হলগুলোতে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত যত জায়গা থেকে খবর পেয়েছি, পরীক্ষা শান্ত ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে।'
এক প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, পরবর্তী এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি বা মার্চে নেওয়া সম্ভব হবে না। তবে কাছাকাছি সময়েই হবে। শিক্ষার্থীদের সিলেবাস শেষ করার জন্য সময় দিতে হবে। আগামী বছর পরীক্ষা নিতে হয়তো সর্বোচ্চ মে বা জুন চলে যেতে পারে। আশা করি এর মধ্যেই আমরা নিয়ে নিতে পারব।
করোনা পরিস্থিতির কারণে এ বছর প্রায় ৮ মাস দেরিতে হচ্ছে এসএসসি পরীক্ষা। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি বোর্ডের অধীনে ২২ লাখ ৪৩ হাজার ২৫৪ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। সারা দেশে ৩ হাজার ৬৭৯টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে। এর মধ্যে ১০ লাখ ৩৪ হাজার ১২৮ পুরুষ শিক্ষার্থী এবং ১২ লাখ ৭ হাজার ৬৬ জন নারী শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে।
পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে কেউ গুজব ছড়ানো এবং প্রশ্নপত্র ফাঁসের অপচেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ রোববার রাজধানীর মতিঝিল বয়েজ স্কুল কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ‘এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। আশা করি কোথাও প্রশ্নপত্র ফাঁস হবে না। কিন্তু বরাবরের মতো গুজব ছড়ানোর মতো একটা চেষ্টা আছে। কেউ গুজবে কান দেবেন না। তবে যারা গুজব ছড়াবে কিংবা প্রশ্নপত্র ফাঁসের অপচেষ্টা করবে,, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এতে কোনো সন্দেহ নেই।’
দীপু মনি বলেন, `হলগুলোতে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত যত জায়গা থেকে খবর পেয়েছি, পরীক্ষা শান্ত ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে।'
এক প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, পরবর্তী এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি বা মার্চে নেওয়া সম্ভব হবে না। তবে কাছাকাছি সময়েই হবে। শিক্ষার্থীদের সিলেবাস শেষ করার জন্য সময় দিতে হবে। আগামী বছর পরীক্ষা নিতে হয়তো সর্বোচ্চ মে বা জুন চলে যেতে পারে। আশা করি এর মধ্যেই আমরা নিয়ে নিতে পারব।
করোনা পরিস্থিতির কারণে এ বছর প্রায় ৮ মাস দেরিতে হচ্ছে এসএসসি পরীক্ষা। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি বোর্ডের অধীনে ২২ লাখ ৪৩ হাজার ২৫৪ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। সারা দেশে ৩ হাজার ৬৭৯টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে। এর মধ্যে ১০ লাখ ৩৪ হাজার ১২৮ পুরুষ শিক্ষার্থী এবং ১২ লাখ ৭ হাজার ৬৬ জন নারী শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে।
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর শত শত শিক্ষার্থী গবেষণা নিয়ে পড়ে থাকেন অন্ধকারে। একে একে বছর পেরোয়, স্নাতকোত্তরও শেষ হয়ে যায়, কিন্তু গবেষণার স্বাদ গ্রহণ করা হয় না। ঠিক সেই জায়গা থেকেই দুটি অ্যাপ বদলে দিচ্ছে তরুণ গবেষকদের গল্প। ‘গবেষণা ১০১’ এবং ‘গবেষণায় হাতেখড়ি’—এ দুটি মোবাইল অ্যাপ, যা স্মার্টফোনের
৫ ঘণ্টা আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিবহন প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক তারেক বিন আতিক। তিনি আগামী দুই বছরের জন্য এ দায়িত্বে নিযুক্ত থাকবেন বলে জানা গেছে।
১ দিন আগেমৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন মৎস্য অধিদপ্তরের প্রস্তাবিত অর্গানোগ্রাম বাস্তবায়ন এবং সৃজিত নতুন পদে দ্রুত নিয়োগের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা।
১ দিন আগেদেশের ৬৭টি সরকারি কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষের বদলি ও পদায়ন দিয়েছে সরকার। এর মধ্যে ৬৪টি কলেজে অধ্যক্ষ এবং তিনটি কলেজে উপাধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছে।
২ দিন আগে