Ajker Patrika

পড়ার মাঝে বিরতি

আলভি আহমেদ
আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ১৩: ৪৭
পড়ার মাঝে বিরতি

পরীক্ষার সময় শিক্ষার্থীরা বইখাতা, নোট নিয়ে পড়াশোনায় ব্যস্ত থাকে। তখন পড়াশোনার সময়ের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ মনোযোগ ধরে রাখা। আর এ জন্য প্রয়োজন পড়ার মধ্যকার বিরতি। পড়াশোনার মাঝে অল্প সময় বিরতি নিলে পরবর্তী সময়ে মনোযোগ ধরে রাখা যায় এবং অল্প সময়ে অনেক বেশি পড়া সম্পন্ন করা সম্ভব হয়। চলো দেখে নেওয়া যাক, পড়াশোনার মধ্যকার বিরতির সময়টাকে কীভাবে আরও সতেজ করে তোলা যায়। 

কিছুক্ষণ হাঁটাহাঁটি
পড়াশোনার মাঝে কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইল স্ক্রিন দূরে রেখে বাইরে মুক্ত বাতাসে কিংবা সবুজ প্রকৃতিতে কিছুক্ষণ ঘুরে আসতে পারো। পরবর্তী সময়ে যা মনোযোগ ধরে রাখতে সাহায্য করবে। 

অল্প ঘুমিয়ে নাও
পড়াশোনার মাঝে অল্প একটু ঘুমিয়ে নিতে পারো। হতে পারে সেটা ১৫ থেকে ২০ মিনিটের জন্য বিশ্রাম। কিন্তু সতর্ক থাকতে হবে যাতে লম্বা সময় ঘুমিয়ে না কাটাও। এটিকে সাধারণত পাওয়ার ন্যাপ বলা হয়ে থাকে। 

পানি পান করো
মস্তিষ্কের শক্তি এবং সামগ্রিক সুস্থতাকে ধরে রাখতে পর্যাপ্ত পানি পান করার অভ্যাস করতে হবে। এটি মেজাজ ঠিক রাখতেও সাহায্য করে, যা পড়াশোনার জন্য বেশ কার্যকরী। 

স্বাস্থ্যকর খাবার খাও
পড়াশোনার মধ্যকার বিরতিতে পুষ্টিকর কিছু খাবার খেতে পারো। এতে তোমার সক্রিয়তার মাত্রা দৃঢ় থাকবে। 

লক্ষ ঠিক করো
পড়াশোনার বিরতিতে আগের সেশনে কতটুকু পড়া হয়েছে এবং পরবর্তী সেশনে কতটুকু পড়বে সেটার একটা লক্ষ ঠিক করে নাও। এভাবে পড়ার টপিকগুলো ছোট ছোট সেশনে ভাগ করে নিলে বেশি চাপ অনুভূত হবে না, বরং আরও সাহস ও অনুপ্রেরণা পাবে। 

পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে মাঝেমধ্যে অল্প সময় বিরতি নেওয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মধ্যে তোমার জন্য কোন পদ্ধতিটি সবচেয়ে ভালো কাজ করে তা বিভিন্ন সময়ে পরীক্ষা করে দেখতে পারো এবং বিরতি শেষে আবারও শেখার, জানার জগতের জন্য প্রস্তুত হয়ে যাও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত