Ajker Patrika

ব্র্যাক ইউনিভার্সিটির সমাবর্তনে ৩১ শিক্ষার্থীর স্বর্ণপদক লাভ

আপডেট : ২১ মার্চ ২০২৩, ১৭: ০৩
ব্র্যাক ইউনিভার্সিটির সমাবর্তনে ৩১ শিক্ষার্থীর স্বর্ণপদক লাভ

ব্র্যাক ইউনিভার্সিটির ১৫তম সমাবর্তনে ৩১ শিক্ষার্থী বিভিন্ন ক্যাটাগরিতে স্বর্ণপদক লাভ করেছেন। গতকাল সোমবার (২০ মার্চ) বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এই সমাবর্তন অনুষ্ঠিত হয়। এবারের সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের ৪ হাজার ৮৮৯ জন শিক্ষার্থী সনদ লাভ করেছেন। সমাবর্তনে বক্তা ছিলেন মেডট্রনিকের সাবেক চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ওমর ইশরাক।

সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি গ্র্যাজুয়েটদের মধ্যে চ্যান্সেলর স্বর্ণপদক বিতরণ করেন। অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর স্বর্ণপদক বিতরণ করেন ব্র্যাক ইউনিভার্সিটির প্রো-ভাইস-চ্যান্সেলর এবং ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক সৈয়দ মাহফুজুল আজিজ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন তামারা হাসান আবেদ।

সমাবর্তনে শিক্ষামন্ত্রী দিপু মনি বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকে ব্র্যাক ইউনিভার্সিটি মানসম্পন্ন শিক্ষা প্রদানের মাধ্যমে দক্ষ গ্র্যাজুয়েট তৈরি করছে। স্যার ফজলে হাসান আবেদ বাংলাদেশ এবং বিশ্বের জন্য যোগ্য নেতৃত্ব তৈরি করতে একটি বিশ্ববিদ্যালয় তৈরি করতে চেয়েছিলেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয় দক্ষতার সঙ্গে সেই কাজটি করে চলেছে।’

ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন তামারা হাসান আবেদ বলেন, ‘আমাদের গ্র্যাজুয়েটরা হবেন প্রাণশক্তিতে ভরপুর। আশা করি তাঁরা সততার ও নৈতিকতার সঙ্গে পেশাগত জীবনকে পরিচালনা করবেন।’

প্রো-ভাইস-চ্যান্সেলর এবং ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক সৈয়দ মাহফুজুল আজিজ বলেন, ‘একটি ভবিষ্যৎমুখী প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ইউনিভার্সিটির লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে সহানুভূতি, সৃজনশীলতা এবং শিল্পোদ্যোগের উন্মেষে সহায়তা করা। যেন তাঁরা সফল হতে পারেন এবং আগামী নেতৃত্ব হিসেবে নিজেদের গড়ে তুলতে পারেন।’

সমাবর্তন বক্তা ওমর ইশরাক বলেন, ‘দীর্ঘমেয়াদি লক্ষ্য পার্থক্য গড়ে দেয় এবং গ্র্যাজুয়েটদের উচিত জীবনের লক্ষ্য অর্জনের সঙ্গে সঙ্গে সারা জীবন শেখার প্রতি নিবেদিত থাকা, নিত্যনতুন জ্ঞান সম্পর্কে অবহিত থাকা এবং জীবনের চ্যালেঞ্জগুলির সঙ্গে মানিয়ে নেওয়া।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত