রাহুল শর্মা, ঢাকা
শিক্ষা প্রশাসনে সুশাসন নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন নতুন সরকারের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া মহিবুল হাসান চৌধুরী নওফেল। কেউ অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়লে তাঁকে শাস্তি পেতে হবে বলেও দৃঢ় কণ্ঠে জানান তিনি।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর বনানীর বাসভবনে আজকের পত্রিকার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘শিক্ষা প্রশাসনের নানান পর্যায়ে সুশাসনের খুব প্রয়োজন। নাগরিক সেবার অন্যতম খাত শিক্ষা সেবা খাত। এ খাতে সুশাসন নিশ্চিত করা হবে। শিক্ষা প্রশাসনের কেউ অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়লে তাঁকে অবশ্যই শাস্তি পেতে হবে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এ ক্ষেত্রে যত প্রভাবশালীই হোক, কেউই ছাড় পাবে না।’
নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের পদ্ধতি পরিবর্তনের প্রয়োজন হলে তা অবশ্যই করা হবে বলেও জানান নতুন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘আমরা নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করতে চাই। প্রয়োজন হলে এর বাস্তবায়ন/মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন আনা হবে। আমাদের মূল লক্ষ্য শিক্ষার্থীদের শিখন ফল অর্জন। সবাইকে একটি বিষয় নিশ্চিত করতে চাই, তা হলো, এটা স্থায়ী কিছু নয়।’
তিনি আরও বলেন, ‘শিখন ফল অর্জনে মূল্যায়ন পদ্ধতি স্থির করা হয়েছে। সেটা কাজ না করলে পুরো প্রক্রিয়া নতুনভাবে মূল্যায়িত করা হবে। এটা স্থায়ী কোনো বিষয় নয় যে, আমরা জেদ করে সেখানে রয়ে যাব। যতটুকু নমনীয়তা প্রয়োজন ততটুকু অবশ্যই করা হবে। এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। কারণ রাষ্ট্র কারও সঙ্গে জেদ করতে পারে না।’
নতুন শিক্ষানীতি তৈরির পরিকল্পনা রয়েছে বলেও জানান মহিবুল হাসান চৌধুরী। বলেন, ‘নতুন শিক্ষানীতি তৈরির পরিকল্পনা রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে নতুন শিক্ষানীতি তৈরির বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।’
বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন বৈষম্য নিরসনে সরকার কাজ করছে বলেও তিনি জানান। শিক্ষামন্ত্রী বলেন, ‘ইতিমধ্যে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন বৈষম্য নিরূপণ করার কাজ চলছে। আমরা চাই সব ধরনের বৈষম্য নিরসন করতে। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে নিম্নমাধ্যমিক পর্যায়ে সব বিদ্যালয়ের সরকারি বেতন-কাঠামো বাস্তবায়ন। যাতে সবাই ন্যূনতম শিক্ষাটা পায়।’
শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি নিরসনে একক ভর্তি পরীক্ষা পদ্ধতি বাস্তবায়ন করা হবে বলেও জানান মহিবুল হাসান চৌধুরী। তিনি বলেন, ‘একক ভর্তি পরীক্ষা বাস্তবায়নের জন্য সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলাপ-আলোচনা করা হবে। বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা ও স্বাধীনতার প্রতি সম্মান রেখে সিদ্ধান্ত নেওয়া হবে। সে ক্ষেত্রে জনগণের যে চাহিদা সেটাও মাথায় রাখতে হবে। এ দুইয়ের মধ্যে সমন্বয় করা হবে।’
সবার সঙ্গে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার যে প্রক্রিয়া ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলেও জানান নতুন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘সবার মতামতকে সম্মান দেখিয়ে সবার সঙ্গে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার যে প্রক্রিয়া ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। সব অংশীজনদের মতামত নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।’
শিক্ষা প্রশাসনে সুশাসন নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন নতুন সরকারের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া মহিবুল হাসান চৌধুরী নওফেল। কেউ অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়লে তাঁকে শাস্তি পেতে হবে বলেও দৃঢ় কণ্ঠে জানান তিনি।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর বনানীর বাসভবনে আজকের পত্রিকার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘শিক্ষা প্রশাসনের নানান পর্যায়ে সুশাসনের খুব প্রয়োজন। নাগরিক সেবার অন্যতম খাত শিক্ষা সেবা খাত। এ খাতে সুশাসন নিশ্চিত করা হবে। শিক্ষা প্রশাসনের কেউ অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়লে তাঁকে অবশ্যই শাস্তি পেতে হবে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এ ক্ষেত্রে যত প্রভাবশালীই হোক, কেউই ছাড় পাবে না।’
নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের পদ্ধতি পরিবর্তনের প্রয়োজন হলে তা অবশ্যই করা হবে বলেও জানান নতুন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘আমরা নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করতে চাই। প্রয়োজন হলে এর বাস্তবায়ন/মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন আনা হবে। আমাদের মূল লক্ষ্য শিক্ষার্থীদের শিখন ফল অর্জন। সবাইকে একটি বিষয় নিশ্চিত করতে চাই, তা হলো, এটা স্থায়ী কিছু নয়।’
তিনি আরও বলেন, ‘শিখন ফল অর্জনে মূল্যায়ন পদ্ধতি স্থির করা হয়েছে। সেটা কাজ না করলে পুরো প্রক্রিয়া নতুনভাবে মূল্যায়িত করা হবে। এটা স্থায়ী কোনো বিষয় নয় যে, আমরা জেদ করে সেখানে রয়ে যাব। যতটুকু নমনীয়তা প্রয়োজন ততটুকু অবশ্যই করা হবে। এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। কারণ রাষ্ট্র কারও সঙ্গে জেদ করতে পারে না।’
নতুন শিক্ষানীতি তৈরির পরিকল্পনা রয়েছে বলেও জানান মহিবুল হাসান চৌধুরী। বলেন, ‘নতুন শিক্ষানীতি তৈরির পরিকল্পনা রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে নতুন শিক্ষানীতি তৈরির বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।’
বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন বৈষম্য নিরসনে সরকার কাজ করছে বলেও তিনি জানান। শিক্ষামন্ত্রী বলেন, ‘ইতিমধ্যে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন বৈষম্য নিরূপণ করার কাজ চলছে। আমরা চাই সব ধরনের বৈষম্য নিরসন করতে। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে নিম্নমাধ্যমিক পর্যায়ে সব বিদ্যালয়ের সরকারি বেতন-কাঠামো বাস্তবায়ন। যাতে সবাই ন্যূনতম শিক্ষাটা পায়।’
শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি নিরসনে একক ভর্তি পরীক্ষা পদ্ধতি বাস্তবায়ন করা হবে বলেও জানান মহিবুল হাসান চৌধুরী। তিনি বলেন, ‘একক ভর্তি পরীক্ষা বাস্তবায়নের জন্য সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলাপ-আলোচনা করা হবে। বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা ও স্বাধীনতার প্রতি সম্মান রেখে সিদ্ধান্ত নেওয়া হবে। সে ক্ষেত্রে জনগণের যে চাহিদা সেটাও মাথায় রাখতে হবে। এ দুইয়ের মধ্যে সমন্বয় করা হবে।’
সবার সঙ্গে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার যে প্রক্রিয়া ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলেও জানান নতুন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘সবার মতামতকে সম্মান দেখিয়ে সবার সঙ্গে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার যে প্রক্রিয়া ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। সব অংশীজনদের মতামত নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।’
কুয়েটে অন্তর্বর্তী উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. হযরত আলী। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।
১ ঘণ্টা আগেরেকর্ডিং শোনার আগে পরীক্ষা প্রস্তুতির অনুশীলনে কী করতে হবে, কীভাবে করতে হবে, কেন করতে হবে ইত্যাদি বিশদভাবে বর্ণনা করা হলো। এখানে একটি উদাহরণ দেওয়া হলো।
৮ ঘণ্টা আগেজাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত স্নাতক পর্যায়ের বেসরকারি কলেজগুলোর গভর্নিং বডির সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য হতে সংশ্লিষ্ট ব্যক্তির শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি বাধ্যতামূলক। তবে চিকিৎসক, ইঞ্জিনিয়ার ও আইনজীবীদের জন্য তা শিথিল করা হয়েছে। ফলে এমবিবিএস চিকিৎসক, বিএসসি ইঞ্জিনিয়ার ও আইনজীবীরা
১ দিন আগেথাইল্যান্ডে চুলালংকর্ন বিশ্ববিদ্যালয় বৃত্তি-২০২৫-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টি থেকে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
১ দিন আগে