নরসিংদীর বেলাবতে কয়েক শ বিঘা জমির মাটি উধাও
নরসিংদীর বেলাব উপজেলার বিভিন্ন স্থানে ফসলি জমির মাটি কেটে বিক্রির মহোৎসব চলছে। অবৈধভাবে কয়েক শ বিঘা ফসলি জমির মাটি কেটে সাবাড় করছে স্থানীয় প্রভাবশালী চক্র। এরই মধ্যে কয়েক দফায় অভিযান চালিয়ে মাটি কাটায় জড়িতদের আইনের আওতায় এনেছে প্রশাসন, কিন্তু তবু থামছে না তাদের দৌরাত্ম্য।