Ajker Patrika

ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে গ্রাহককে ৭০ লাখ ডলার দিয়েছে এয়ারবিএনবি

আপডেট : ১৬ জুন ২০২১, ১৬: ১০
ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে গ্রাহককে ৭০ লাখ ডলার দিয়েছে এয়ারবিএনবি

ঢাকা: ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে গ্রাহককে ৭০ লাখ ডলার দিয়েছে ডিজিটাল প্রযুক্তিনির্ভর আবাসন সেবাদাতা প্রতিষ্ঠান এয়ারবিএনবি। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালে নিউইয়র্ক সিটিতে ধর্ষণের শিকার হন ওই নারী গ্রাহক। অভিযোগ উঠেছে, একজন ব্যক্তি নকল চাবি বানিয়ে ওই নারীর ঘরে প্রবেশ করেছিল।

এদিকে ওই ঘটনায় ধর্ষণের শিকার ওই নারী ২০১৮ সালে ৭০ লাখ ডলার পান। ওই নারীর আইনজীবী এ নিয়ে এয়ারবিএনবির সঙ্গে সমঝোতা করেন।

ওই ঘটনায় জুনিয়র লি নামের ২৪ বছর বয়সী একজনকে গ্রেপ্তার করে। তবে লি এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি এখনো কারাগারে আছেন।

ব্লুমবার্গ বলছে, ধর্ষণের শিকার ওই নারী নিজে বাসা ভাড়া নেননি। তিনি তাঁর বন্ধুদের সঙ্গে ভ্রমণের সময় ওই বাসায় উঠেছিলেন। তিনি এয়ারবিএনবির চুক্তিপত্রে স্বাক্ষর করেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত