যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া দুই পুলিশ কর্মকর্তাসহ আহত হয়েছেন কয়েকজন। পুলিশ জানিয়েছে, সোমবারের (১৫ মে) ওই হামলার পর নিউ মেক্সিকো শহরের সব স্কুল সাময়িক সময়ের জন্য লকডাউন ঘোষণা করা হয়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
নিউ মেক্সিকোর ফার্মিংটন শহরের কর্মকর্তারা জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারীকে প্রতিহত করা সম্ভব হয়েছে এবং তিনি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ওই এলাকায় বেসামরিক নাগরিকদের ওপর হামলা হওয়ার মতো আর কোনো ধরনের ঝুঁকি নেই বলেও জানান কর্মকর্তারা।
নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের রাজধানী সান্তা ফে থেকে ২০০ মাইল দূরে অবস্থিত ফার্মিংটন শহরে ৫০ হাজার মানুষের বসবাস। তবে ঠিক কোন স্থানে এবং কেন ওই হামলা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।
ফারমিংটন পুলিশ ডিপার্টমেন্ট ফেসবুকে দেওয়া বিবৃতিতে জানিয়েছে, বন্দুক হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও বেশ কয়েকজন বেসামরিক নাগরিক।
হামলাকারীকে ঠেকাতে ঘটনাস্থলে যান একাধিক পুলিশ কর্মকর্তা। সে সময় দুই কর্মকর্তা গুলিবিদ্ধ হন। তাঁদের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং অবস্থা স্থিতিশীল রয়েছে।
এদিকে বন্দুক হামলার ঘটনা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। হামলাকারীর পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। এ ছাড়া কী কারণে ওই হামলা, সে বিষয়ও পরিষ্কার নয়। হামলার ঘটনায় স্থানীয় স্কুলগুলো সাময়িক লকডাউনে রাখা হয়। তবে সোমবার সন্ধ্যার পরই সব স্কুল খুলে দেওয়ার কথা। ফার্মিংটনের মিউনিসিপ্যাল স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, সব শিক্ষার্থী এবং স্টাফরা নিরাপদে আছেন।
মার্কিন বেসরকারি সংস্থা গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ২১৫টির বেশি বন্দুক হামলার হয়েছে। আর এসব হামলায় হতাহত হয়েছে বহু মানুষ।
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া দুই পুলিশ কর্মকর্তাসহ আহত হয়েছেন কয়েকজন। পুলিশ জানিয়েছে, সোমবারের (১৫ মে) ওই হামলার পর নিউ মেক্সিকো শহরের সব স্কুল সাময়িক সময়ের জন্য লকডাউন ঘোষণা করা হয়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
নিউ মেক্সিকোর ফার্মিংটন শহরের কর্মকর্তারা জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারীকে প্রতিহত করা সম্ভব হয়েছে এবং তিনি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ওই এলাকায় বেসামরিক নাগরিকদের ওপর হামলা হওয়ার মতো আর কোনো ধরনের ঝুঁকি নেই বলেও জানান কর্মকর্তারা।
নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের রাজধানী সান্তা ফে থেকে ২০০ মাইল দূরে অবস্থিত ফার্মিংটন শহরে ৫০ হাজার মানুষের বসবাস। তবে ঠিক কোন স্থানে এবং কেন ওই হামলা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।
ফারমিংটন পুলিশ ডিপার্টমেন্ট ফেসবুকে দেওয়া বিবৃতিতে জানিয়েছে, বন্দুক হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও বেশ কয়েকজন বেসামরিক নাগরিক।
হামলাকারীকে ঠেকাতে ঘটনাস্থলে যান একাধিক পুলিশ কর্মকর্তা। সে সময় দুই কর্মকর্তা গুলিবিদ্ধ হন। তাঁদের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং অবস্থা স্থিতিশীল রয়েছে।
এদিকে বন্দুক হামলার ঘটনা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। হামলাকারীর পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। এ ছাড়া কী কারণে ওই হামলা, সে বিষয়ও পরিষ্কার নয়। হামলার ঘটনায় স্থানীয় স্কুলগুলো সাময়িক লকডাউনে রাখা হয়। তবে সোমবার সন্ধ্যার পরই সব স্কুল খুলে দেওয়ার কথা। ফার্মিংটনের মিউনিসিপ্যাল স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, সব শিক্ষার্থী এবং স্টাফরা নিরাপদে আছেন।
মার্কিন বেসরকারি সংস্থা গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ২১৫টির বেশি বন্দুক হামলার হয়েছে। আর এসব হামলায় হতাহত হয়েছে বহু মানুষ।
ফোনে ওই ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর মেজর সোহেল পরিচয় দিয়ে জানায়, কিছু শারীরিক সমস্যার কারণে তার ভাই বাদ পড়েছে, তবে চাইলে টাকা দিলে চাকরি নিশ্চিত করে দিতে পারবে। এর পর ঢাকার শাহ আলী থানার একটি হোটেলে ভুক্তভোগীর সঙ্গে দেখা করে ওই ভুয়া মেজর সোহেল রানা। সঙ্গে ছিল আরেক প্রতারক তৈয়বুর রহমান, যাকে ভুক্তভোগী
২ দিন আগেচাঁদাবাজি ও অবৈধ দখলের অভিযোগে সাম্প্রতিক সময়ে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ৫৭ শতাংশের বেশি নতুন মুখ। অর্থাৎ পুলিশের হাতে ধরা পড়া ব্যক্তিদের অর্ধেকের কিছু বেশির বিরুদ্ধে অতীতে এ ধরনের অপরাধের কোনো অভিযোগ ছিল না। পুলিশ কর্তৃপক্ষের দেওয়া হিসাবে এ তথ্য পাওয়া গেছে।
৫ দিন আগেআন্তর্জাতিক মানবপাচার চক্রের হোতা আমিনুল ইসলাম (৪৬) ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে র্যাব-২ ও হাজারীবাগ থানা পুলিশের যৌথ অভিযানে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টর থেকে তাদের
১৬ দিন আগেমেয়ে ঘুমাচ্ছিলেন। রাত সাড়ে ৩টার দিকে তাকে ঘুম থেকে তুলে ধর্ষণ করেন বাবা। ৮ বছর আগের ওই ঘটনায় মামলা হয়েছিল। ওই ঘটনার আগেও আসামি একাধিকবার মেয়েকে ধর্ষণ করেন। ফলে মেয়েটি গর্ভবতী হয়ে যায়। ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় ঘটনাটি ঘটেছিল।
২৪ দিন আগে