Ajker Patrika

২ বছরের ছেলের গুলিতে প্রাণ গেল বাবার

আপডেট : ০৭ জুন ২০২২, ১০: ৫২
২ বছরের ছেলের গুলিতে প্রাণ গেল বাবার

যুক্তরাষ্ট্রে দুই বছর বয়সী এক ছেলের গুলিতে প্রাণ হারিয়েছেন বাবা। গুলির পর পুলিশ আহতাবস্থায় ওই বাবাকে হাসপাতালে নিলে সেখানে তাঁর মৃত্যু হয়।  নিহতের নাম রেগি ম্যাবরি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৬ মে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের অরল্যান্ডো শহরের অরেঞ্জ কাউন্টিতে এ ঘটনা ঘটে। এরপর আজ সোমবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অরেঞ্জ কাউন্টির শেরিফ জন মিনা।

জন মিনা বলেন, পুলিশ জরুরি সংবাদ পেয়ে ম্যাবরির বাড়িতে গিয়ে দেখে তাঁর স্ত্রী ম্যারি আয়ালা তাঁকে প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন। পুলিশ প্রাথমিকভাবে ভেবেছিল, ওই ব্যক্তি নিজেই গুলি করেছিলেন, কিন্তু পরে ওই ব্যক্তির বড় ছেলের কাছ থেকে জানতে পারে, তার দুই বছর বয়সী ভাই দুর্ঘটনাবশত গুলি চালিয়েছে।

জন মিনা জানান, এই দম্পতির দুই ছেলে ও একটি মেয়ে রয়েছে। তাঁরা উভয়েই শিশু অবহেলা ও মাদক সেবনের একাধিক অপরাধের পর প্যারোলে ছিলেন। ঘটনার সময় সবাই একই ঘরে ছিল।

আদালতের নথিতে বলা হয়েছে, বন্দুকটি একটি ব্যাগে ছিল। কিন্তু ম্যাবরি সেটি মাটিতে ফেলে রেখেছিলেন। এরপর শিশুটি সেটি নিয়ে কম্পিউটারে ভিডিও গেম খেলতে গিয়ে তাঁর বাবাকে পেছন থেকে গুলি করে।

শেরিফ জন মিনা সতর্ক করে বলেন, যেসব বন্দুকের মালিক তাদের আগ্নেয়াস্ত্র সঠিকভাবে সুরক্ষিত রাখেন না, তারা যেকোনো সময় এমন ঘটনার শিকার হতে পারেন। 

উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি সুপারমার্কেট, হাসপাতাল ও প্রাথমিক বিদ্যালয়ে বেশ কয়েকটি বন্দুক হামলার পর এই দুর্ঘটনা ঘটে। গত বছরের আগস্টেও দুই বছর বয়সী এক শিশু বন্দুক পেয়ে তার মাকে পেছন থেকে গুলি করেছিল। এ সময় তার মা একটি ভিডিও কনফারেন্সে ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত