Ajker Patrika

স্ত্রীকে হত্যার পর বাড়ির উঠানে লাশ পুঁতে রাখেন স্বামী

আপডেট : ২৮ জুলাই ২০২১, ১৪: ৫২
স্ত্রীকে হত্যার পর বাড়ির উঠানে লাশ পুঁতে রাখেন স্বামী

মৌলভীবাজারের কমলগঞ্জে স্ত্রীকে হত্যার পর নিজ বাড়ির উঠানে লাশ পুঁতে রাখার ঘটনায় স্বামী সুবাস বাউরীকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (২৮ জুলাই) সকালে মাটি খুঁড়ে লাশ উদ্ধার করা হয়। 

জানা গেছে, সুবাস বাউরীর স্ত্রী সুচিত্রা শব্দকর চলতি বছরের ২২ জুন থেকে নিখোঁজ ছিলেন। মাসখানেক পর আজ বুধবার তাঁদের মেয়ে সীমা শব্দকর বাবার হাতে মা খুন হয়েছে বলে জানান। ঘটনা জানাজানি হলে স্বামী সুবাস বাউরী পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এলাকাবাসী তাঁকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তাঁকে পাত্রখোলা জামে মসজিদ এলাকা থেকে আটক করে।

সীমা শব্দকর বলেন, ‘বাবার কুড়ালের হাতলের আঘাতে আমার মায়ের মৃত্যু হয়। এরপর লাশ বাড়ির উঠানে পুঁতে রাখেন বাবা।’

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছেন সুবাস বাউরী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

গুলি–ককটেল ছুড়তে ছুড়তে গজারিয়ার দুর্গম চরের পুলিশ ফাঁড়িতে ডাকাত দলের হামলা

ফজলুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে অষ্টগ্রামে বিক্ষোভ

কুমিল্লায় দুই ট্যাংকে পানি, তদন্ত শেষ হয়নি ১ মাসে

জিন সম্পাদনায় নতুন সাফল্য, ডায়াবেটিস রোগীদের আর ইনসুলিন নিতে হবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত