Ajker Patrika

দিরাইয়ে আ.লীগের সম্মেলনে সংঘর্ষের ঘটনায় ৮১ জনের বিরুদ্ধে মামলা

সুনামগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২২, ১৬: ১০
দিরাইয়ে আ.লীগের সম্মেলনে সংঘর্ষের ঘটনায় ৮১ জনের বিরুদ্ধে মামলা

সুনামগঞ্জের দিরাইয়ে আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ৮১ জনকে আসামি করে আদালতে মামলার দায়ের হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে দিরাই উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কলিম উদ্দিন বাদী হয়ে দ্রুত বিচার আদালতের বিচারক সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইয়েদ মাহবুবুল ইসলামের আদালতে মামলাটি দায়ের করেন। 

মামলায় দিরাই উপজেলা আওয়ামী লীগের অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক ও দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশাররফ মিয়াকে প্রধানসহ ৮১ জনকে আসামি করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ প্রদান করেন।

মামলা সূত্রে জানা গেছে, গত সোমবার দিরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের মঞ্চে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় মোশাররফ মিয়া ও তাঁর সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে মঞ্চে থাকা নেতাদের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় মোশাররফ মিয়ার হাতে রামদা ছিল। মঞ্চে থাকা নেতা-কর্মীদের আঘাত করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। ওই ঘটনায় পুলিশ, সাংবাদিকসহ আহত হয়েছেন অন্তত ৪০ জন। 

বাদীপক্ষের আইনজীবী রয়েছেন, মো. আব্দুল আজাদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত