নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটে বিএনপি নেতা আ ফ ম কামালকে গাড়ি আটকিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার (৬ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে নগরের আম্বরখানা বড়বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রাজু নামের এক ছাত্রদল নেতাকে আটক করেছে।
ঘটনাস্থল থেকে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মাইনুল জাকির আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেন।
আ ফ ম কামাল সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক ও সিলেট ল’ কলেজের জিএস ছিলেন। তাঁর বাসা নগরের সুবিদবাজার এলাকায়।
ওসমানী হাসপাতাল থেকে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, নগর বিএনপির সদস্যসচিব মিফতাহ সিদ্দিকী ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুল আহাদ খান জামালসহ নেতা-কর্মীরা অভিযোগ করে বলেন, ‘কয়েক দিন আগে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে আ ফ ম কামালের ঝামেলা চলছিল। দু-দিন ধরে তারা বড় বাজার এলাকায় মহড়া দিচ্ছিল। পরিকল্পিতভাবে সারা দেশের ন্যায় যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা আ ফ ম কামালকে খুন করেছেন। দ্রুত এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা না হলে পরিণাম ভয়াবহ হবে।’
সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ আজকের পত্রিকাকে বলেন, ‘কিছুক্ষণ আগে ঘটনাটি শুনেছি। শুধু যুবলীগ-ছাত্রলীগ নয়, যারা হত্যাকাণ্ডের মতো জঘন্য কাজে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় হতে পারে না।’
ঘটনাস্থলে থেকে ওসি খান মাইনুল জাকির বলেন, ‘রোববার রাতে বড়বাজার এলাকায় আ ফ ম কামাল নিজের প্রাইভেটকারে বসা ছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা দুজন দুর্বৃত্ত তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।’
নিহতের মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে জানিয়ে ওসি বলেন, ‘আমরা অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রাজু নামের এক ছাত্রদল নেতাকে আটক করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জড়িত অন্যদেরও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছি।’
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ আজকের পত্রিকাকে বলেন, ‘কে বা কারা এ ঘটনায় জড়িত এখনো জানা যায়নি। তবে আমরা তাদের শনাক্ত করার চেষ্টা করছি। এরই মধ্যে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছি।’
সিলেটে বিএনপি নেতা আ ফ ম কামালকে গাড়ি আটকিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার (৬ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে নগরের আম্বরখানা বড়বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রাজু নামের এক ছাত্রদল নেতাকে আটক করেছে।
ঘটনাস্থল থেকে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মাইনুল জাকির আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেন।
আ ফ ম কামাল সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক ও সিলেট ল’ কলেজের জিএস ছিলেন। তাঁর বাসা নগরের সুবিদবাজার এলাকায়।
ওসমানী হাসপাতাল থেকে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, নগর বিএনপির সদস্যসচিব মিফতাহ সিদ্দিকী ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুল আহাদ খান জামালসহ নেতা-কর্মীরা অভিযোগ করে বলেন, ‘কয়েক দিন আগে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে আ ফ ম কামালের ঝামেলা চলছিল। দু-দিন ধরে তারা বড় বাজার এলাকায় মহড়া দিচ্ছিল। পরিকল্পিতভাবে সারা দেশের ন্যায় যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা আ ফ ম কামালকে খুন করেছেন। দ্রুত এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা না হলে পরিণাম ভয়াবহ হবে।’
সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ আজকের পত্রিকাকে বলেন, ‘কিছুক্ষণ আগে ঘটনাটি শুনেছি। শুধু যুবলীগ-ছাত্রলীগ নয়, যারা হত্যাকাণ্ডের মতো জঘন্য কাজে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় হতে পারে না।’
ঘটনাস্থলে থেকে ওসি খান মাইনুল জাকির বলেন, ‘রোববার রাতে বড়বাজার এলাকায় আ ফ ম কামাল নিজের প্রাইভেটকারে বসা ছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা দুজন দুর্বৃত্ত তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।’
নিহতের মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে জানিয়ে ওসি বলেন, ‘আমরা অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রাজু নামের এক ছাত্রদল নেতাকে আটক করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জড়িত অন্যদেরও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছি।’
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ আজকের পত্রিকাকে বলেন, ‘কে বা কারা এ ঘটনায় জড়িত এখনো জানা যায়নি। তবে আমরা তাদের শনাক্ত করার চেষ্টা করছি। এরই মধ্যে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছি।’
আন্তর্জাতিক মানবপাচার চক্রের হোতা আমিনুল ইসলাম (৪৬) ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে র্যাব-২ ও হাজারীবাগ থানা পুলিশের যৌথ অভিযানে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টর থেকে তাদের
১ দিন আগেমেয়ে ঘুমাচ্ছিলেন। রাত সাড়ে ৩টার দিকে তাকে ঘুম থেকে তুলে ধর্ষণ করেন বাবা। ৮ বছর আগের ওই ঘটনায় মামলা হয়েছিল। ওই ঘটনার আগেও আসামি একাধিকবার মেয়েকে ধর্ষণ করেন। ফলে মেয়েটি গর্ভবতী হয়ে যায়। ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় ঘটনাটি ঘটেছিল।
৮ দিন আগেমুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে ডাকাতদের হামলার ঘটনায় ডাকাত দলের প্রধান রিপনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকা ও গাজীপুর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১২ দিন আগেনরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২৪ জুলাই ২০২৫