Ajker Patrika

নিখোঁজ দুই তরুণী উদ্ধার, অপহরণের অভিযোগে ৩ যুবক কারাগারে

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
নিখোঁজ দুই তরুণী উদ্ধার, অপহরণের অভিযোগে ৩ যুবক কারাগারে

গত এক সপ্তাহে পৃথক ঘটনায় নিখোঁজ দুই তরুণীকে উদ্ধার করেছে সুনামগঞ্জের জগন্নাথপুর পুলিশ। আজ শনিবার এসব ঘটনায় জড়িত তিন যুবককে অপহরণের অভিযোগে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। সেই সঙ্গে উদ্ধার হওয়া দুই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নে নয়াবন্দর এলাকার বাসিন্দা শৈলেন্দ চন্দ্র রায়ের ১৭ বছরের মেয়ে গত ১৯ ফেব্রুয়ারি নিখোঁজ হয়। পরে এ ঘটনায় তরুণীর বাবা শৈলেন্দ রায় থানায় ডায়েরি করেন। আজ শনিবার ভোরে উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসি মশাজান গ্রাম থেকে তাঁকে উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত শ্রীরামসি গ্রামের আকরাম উল্যার ছেলে আলমগীর মিয়াকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। 

জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) জিয়া উদ্দিন বলেন, ‘শনিবার অপহৃত তরুণীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপহরণের সঙ্গে অভিযুক্ত যুবক আলমগীর মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় তরুণীর মা বাদী হয়ে শনিবার নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন।’ 

অপরদিকে, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল সদর উপজেলা থেকে ১৭ বছর বয়সী আরেক তরুণী নিখোঁজ হয়। গতকাল শুক্রবার তাকেও উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে এ ঘটনায় জড়িত থাকায় গ্রেপ্তার দুই যুবককে শনিবার কারাগারে পাঠানো হয়েছে। গত ১৮ ফেব্রুয়ারি নিখোঁজ হয় উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের ধীরাজ বিশ্বাসের মেয়ে। 

এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন, বাগময়না গ্রামের গয়াছ মিয়ার ছেলে জাকির মিয়া এবং শ্রীমঙ্গল উপজেলার জালালীয়া উত্তর সুনগর এলাকার মোখলেছ মিয়ার ছেলে কামাল হোসেন। 

এ বিষয়ে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) ওবায়দুল্লাহ বলেন, ‘জগন্নাথপুর উপজেলার গন্ধর্বপুর গ্রাম থেকে নিখোঁজ তরুণীকে উদ্ধার করা হয়েছে। করে ডাক্তারি পরীক্ষার জন্য তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত