Ajker Patrika

শাবিপ্রবির টিলায় ছুরিকাঘাতে শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সিলেট ও শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট : ২৫ জুলাই ২০২২, ২২: ৩৪
শাবিপ্রবির টিলায় ছুরিকাঘাতে শিক্ষার্থীর মৃত্যু

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী গাজিকালুর টিলায় এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম বুলবুল আহমেদ (২২)। তিনি লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। নরসিংদী জেলা সদরের চিনিশপুর নন্দীপাড়ার মৃত ওহাব আলীর ছেলে তিনি। বিশ্ববিদ্যালয়ের শাহপরান (রহ.) হলের শাখা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

ওসমানী হাসপাতালের সহকারী পরিচালক ডা. আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ওই শিক্ষার্থীর হাতে ও বুকে আঘাত রয়েছে। বুকে বড় আঘাত পেয়ে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়।

বুলবুলের সহপাঠী অমিত ভৌমিক বলেন, ‘সন্ধ্যার বিশ্ববিদ্যালয়ের গাজী কালুর টিলায় তাঁকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। হাসপাতালে আনা হলে সেখানে মারা যায় বুলবুল।’

এ বিষয়ে শাবির সহকারী প্রক্টর আবু হেনা পহিল আজকের বলেন, ‘বুকের বাম পাশে ছুরিকাঘাতে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত অবস্থায় তাঁকে কয়েকজন শিক্ষার্থী উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নিয়ে যান। সেখানেই তার পালস ছিল না। পরে তাঁকে এমএজি ওসমানি মেডিকেলে কলেজে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বিকেলে শিক্ষার্থীরা ওই টিলায় ঘুরতে যান জানান সহকারী প্রক্টর পহিল। তবে কে বা কারা ছুরিকাঘাত করেছে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।’

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, ‘এরই মধ্যে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে সিসিটিভির ফুটেজ পর্যালোচনার অনুমতি নিয়েছি। মাত্র ঘটনাটি ঘটল, কাজ করতেছি। আমরা সার্বিক বিষয় পর্যালোচনা করে বিষয়টি দেখতেছি। আশা করি শিগগিরই হত্যাকারীকে খুঁজে বের করতে পারব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত