নিজস্ব প্রতিবেদক, সিলেট ও শাবিপ্রবি প্রতিনিধি
দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী গাজিকালুর টিলায় এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম বুলবুল আহমেদ (২২)। তিনি লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। নরসিংদী জেলা সদরের চিনিশপুর নন্দীপাড়ার মৃত ওহাব আলীর ছেলে তিনি। বিশ্ববিদ্যালয়ের শাহপরান (রহ.) হলের শাখা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
ওসমানী হাসপাতালের সহকারী পরিচালক ডা. আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ওই শিক্ষার্থীর হাতে ও বুকে আঘাত রয়েছে। বুকে বড় আঘাত পেয়ে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়।
বুলবুলের সহপাঠী অমিত ভৌমিক বলেন, ‘সন্ধ্যার বিশ্ববিদ্যালয়ের গাজী কালুর টিলায় তাঁকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। হাসপাতালে আনা হলে সেখানে মারা যায় বুলবুল।’
এ বিষয়ে শাবির সহকারী প্রক্টর আবু হেনা পহিল আজকের বলেন, ‘বুকের বাম পাশে ছুরিকাঘাতে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত অবস্থায় তাঁকে কয়েকজন শিক্ষার্থী উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নিয়ে যান। সেখানেই তার পালস ছিল না। পরে তাঁকে এমএজি ওসমানি মেডিকেলে কলেজে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বিকেলে শিক্ষার্থীরা ওই টিলায় ঘুরতে যান জানান সহকারী প্রক্টর পহিল। তবে কে বা কারা ছুরিকাঘাত করেছে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।’
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, ‘এরই মধ্যে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে সিসিটিভির ফুটেজ পর্যালোচনার অনুমতি নিয়েছি। মাত্র ঘটনাটি ঘটল, কাজ করতেছি। আমরা সার্বিক বিষয় পর্যালোচনা করে বিষয়টি দেখতেছি। আশা করি শিগগিরই হত্যাকারীকে খুঁজে বের করতে পারব।’
দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী গাজিকালুর টিলায় এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম বুলবুল আহমেদ (২২)। তিনি লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। নরসিংদী জেলা সদরের চিনিশপুর নন্দীপাড়ার মৃত ওহাব আলীর ছেলে তিনি। বিশ্ববিদ্যালয়ের শাহপরান (রহ.) হলের শাখা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
ওসমানী হাসপাতালের সহকারী পরিচালক ডা. আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ওই শিক্ষার্থীর হাতে ও বুকে আঘাত রয়েছে। বুকে বড় আঘাত পেয়ে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়।
বুলবুলের সহপাঠী অমিত ভৌমিক বলেন, ‘সন্ধ্যার বিশ্ববিদ্যালয়ের গাজী কালুর টিলায় তাঁকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। হাসপাতালে আনা হলে সেখানে মারা যায় বুলবুল।’
এ বিষয়ে শাবির সহকারী প্রক্টর আবু হেনা পহিল আজকের বলেন, ‘বুকের বাম পাশে ছুরিকাঘাতে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত অবস্থায় তাঁকে কয়েকজন শিক্ষার্থী উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নিয়ে যান। সেখানেই তার পালস ছিল না। পরে তাঁকে এমএজি ওসমানি মেডিকেলে কলেজে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বিকেলে শিক্ষার্থীরা ওই টিলায় ঘুরতে যান জানান সহকারী প্রক্টর পহিল। তবে কে বা কারা ছুরিকাঘাত করেছে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।’
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, ‘এরই মধ্যে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে সিসিটিভির ফুটেজ পর্যালোচনার অনুমতি নিয়েছি। মাত্র ঘটনাটি ঘটল, কাজ করতেছি। আমরা সার্বিক বিষয় পর্যালোচনা করে বিষয়টি দেখতেছি। আশা করি শিগগিরই হত্যাকারীকে খুঁজে বের করতে পারব।’
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২২ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫