Ajker Patrika

৩ দিনের পরিচয়ে উদ্যানে নিয়ে ধর্ষণ  

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৯: ৪৭
৩ দিনের পরিচয়ে উদ্যানে নিয়ে ধর্ষণ  

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে ঘুরতে নিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। আজ শনিবার বিকেলে উদ্যানের নিরাপত্তা কর্মীরা ওই যুবককে আটক করে চুনারুঘাট থানায় হস্তান্তর করে। 

আটককৃত যুবকের নাম দেওয়ান মিয়া (২৪)। উপজেলার রঘুরামপুর গ্রামের বাসিন্দা ওই যুবক। তিনি পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক। 

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী আশরাফ বিষয়টি নিশ্চিত করেছেন। 

ধর্ষণের শিকার কিশোরী ও আটককৃত যুবকের বরাত দিয়ে ওসি জানান, তিন দিন আগে দেওয়ান মিয়ার সঙ্গে মোবাইলের মাধ্যমে পরিচয় হয় ওই কিশোরীর। শনিবার দুপুরে দেওয়ান মিয়া তাঁকে নিয়ে সাতছড়ি জাতীয় উদ্যোগে ঘুরতে যান। একপর্যায়ে দেওয়ান মিয়া ওই কিশোরীকে ঝোপের আড়ালে নিয়ে ধর্ষণ করেন। পরে কিশোরীর চিৎকারে বনের নিরাপত্তা কর্মীরা দেওয়ান মিয়াকে আটক করেন। পরে তাঁকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়। 

ওসি আরও জানান, বর্তমানে আটক যুবক ও কিশোরী থানায় রয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন। আগামীকাল রোববার কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত