Ajker Patrika

বালু শ্রমিকের মাথাবিহীন মরদেহ উদ্ধার 

হবিগঞ্জ প্রতিনিধি
বালু শ্রমিকের মাথাবিহীন মরদেহ উদ্ধার 

হবিগঞ্জ শহরে কদর আলী (৪৮) নামে এক শ্রমিকের মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে শহরের মাছুলিয়া এলাকায় খোয়াই নদীর বাঁধ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কদর আলী পৌর এলাকার জঙ্গল বহুলা গ্রামের মঙ্গল মিয়ার ছেলে।

এদিকে রাত ৮টা পর্যন্ত কদর আলীর খণ্ডিত মাথা উদ্ধার করতে পারেনি পুলিশ। এরই মধ্যে পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কোনো অভিযোগ না পেলেও এরই মধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, কদর আলী খোয়াই নদী থেকে বালু শ্রমিকের কাজ করতেন। শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়ি ফেরেননি তিনি।

পরিবারের সদস্যরা বলছে, কদর আলী মাজারভক্ত ছিলেন। তাই বাড়ি না ফেরায় তিনি কোনো মাজারে গিয়েছেন বলে ধারণা ছিল তাদের। শনিবার সকালে স্থানীয়রা একটি মাথাবিহীন মরদেহ নদীর বাঁধে দেখে পান। বিষয়টি জানতে পেরে পরিবারের লোকজন সেখানে গিয়ে তাঁকে শনাক্ত করে। খবর পেয়ে সদর মডেল থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠায়।

নিহত কদর আলীর মেয়ে সুলতানা বেগম বলেন, ‘আমার বাবাকে নির্মমভাবে গলা কেটে খুন করে ফেলে দেওয়া হয়েছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

এ বিষয়ে পুলিশ সুপার এসএম মুরাদ আলি বলেন, ‘কদর আলীকে যে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয়েছে সেই রাস্তার একটি সিসিটিভি ফুটেজ আমাদের হাতে এসেছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘাতকদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করা হবে। এ ছাড়াও মরদেহের মাথা উদ্ধারেও কাজ করছে পুলিশ।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত