Ajker Patrika

শাবিপ্রবির শিক্ষার্থী নিহতের ঘটনায় থানায় ৩ জন, ক্যাম্পাসে মানববন্ধন

শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট : ২৬ জুলাই ২০২২, ১৩: ০০
শাবিপ্রবির শিক্ষার্থী নিহতের ঘটনায় থানায় ৩ জন, ক্যাম্পাসে মানববন্ধন

দুর্বৃত্তের ছুরিকাঘাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী নিহতের ঘটনায় সন্দেহভাজন তিনজনকে থানায় ডেকেছে পুলিশ। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার আজবাহার আলী শেখ বিষয়টি নিশ্চিত করেছেন। 

উপপুলিশ কমিশনার বলেন, জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় আনা হয়েছে। 

এদিকে বুলবুলের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনের সড়কে বৃষ্টিতে ভিজে মানববন্ধন করেন তাঁরা। মানববন্ধন শেষে গ্রন্থাগারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি গোলচত্বর প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

এর আগে গতকাল সোমবার রাতে শাবিপ্রবির শিক্ষার্থী হত্যার ঘটনায় সিলেট মহানগরের জালালাবাদ থানায় মামলা দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন। 

মামলার এজাহারে বলা হয়, বন্ধুদের নিয়ে টিলায় বেড়াতে গিয়ে দুষ্কৃতকারীদের উপর্যুপরি ছুরিকাঘাতে মো. বুলবুল আহমেদ নিহত হন। বুকের বাঁ পাশে ছুরিকাঘাতে প্রচুর রক্তক্ষরণে বুলবুল মারা যান। 

উল্লেখ্য, গতকাল সোমবার সন্ধ্যার পর ক্যাম্পাসের অভ্যন্তরের টিলায় ঘুরতে গিয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মারা যান লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বুলবুল। তাঁর বাড়ি নরসিংদী জেলায়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত