Ajker Patrika

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে বেরোবি শিক্ষককে অব্যাহতি

রংপুর প্রতিনিধি
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে বেরোবি শিক্ষককে অব্যাহতি

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও প্রয়াত আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যু নিয়ে ফেসবুকে ‘ব্যঙ্গাত্মক’ স্ট্যাটাস দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে হওয়া মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বাংলা বিভাগের বরখাস্ত শিক্ষক সিরাজুম মুনিরা। 

অভিযোগের সত্যতা না পাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন রংপুর সাইবার ট্রাইব্যুনালের বিচারক আব্দুল মজিদ। মামলা থেকে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী রুহুল আমীন তালুকদার। 

ওই শিক্ষককে মামলা থেকে অব্যাহতি দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইজার আলী বলেন, গত মার্চ মাসে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছিলাম। এই বিষয়ে বিশেষজ্ঞ ব্যক্তির মতামত না পাওয়ায় আমরা তাঁকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে প্রতিবেদন দাখিল করেছিলাম। 

গত বছরের ১৩ জুন সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম মারা যান। তাঁর মৃত্যু নিয়ে মুনিরা ফেসবুকে নিজের ওয়ালে একটি পোস্ট দেন। পোস্টটি আপত্তিকর মনে হওয়ায় মুনিরাকে আক্রমণ করে কমেন্টস করতে থাকেন ছাত্রলীগ, বঙ্গবন্ধু পরিষদসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা। তাঁর শাস্তিও দাবি করা হয়। একপর্যায়ে পোস্টটি মুছে দেন তিনি। কিন্তু পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে ফেসবুকে। 

পরে ব্যাপক চাপের মুখে পড়ে এই শিক্ষক আগের পোস্টের জন্য ক্ষমা চেয়ে আরেকটি পোস্ট দেন। এতে তিনি নিজেকে অনুতপ্ত দাবি করে ক্ষমা চান। কিন্তু তাতে রেহাই পাননি মুনিরা। বিশ্ববিদ্যালয়ের পক্ষে তাজহাট থানায় গত বছরের ১৩ জুন মামলা করেন রেজিস্ট্রার আবু হেনা মুস্তাফা কামাল। ওই দিন রাতেই তাঁকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে গ্রেপ্তার করে পুলিশ। ১৪ জুন তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। 

মামলা থেকে অব্যাহতি পাওয়া প্রসঙ্গে বেরোবির রেজিস্ট্রার আবু হেনা মুস্তাফা কামাল জানান, ‘আমি বিষয়টি মুখে মুখে শুনেছি এখনো কাগজপত্র পাইনি। আদালত কী নির্দেশনা দিয়েছেন তা দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত