Ajker Patrika

দেহব্যবসার অভিযোগে মা ও দুই মেয়েকে এলাকা থেকে উচ্ছেদের সিদ্ধান্ত

প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী)
আপডেট : ১১ আগস্ট ২০২১, ২১: ৪১
দেহব্যবসার অভিযোগে মা ও দুই মেয়েকে এলাকা থেকে উচ্ছেদের সিদ্ধান্ত

নীলফামারীর সৈয়দপুরে এক মধ্যবয়সী নারী ও তাঁর দুই মেয়ের বিরুদ্ধে দেহ ব্যবসার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার বিকেলে অভিযোগের ভিত্তিতে স্থানীয়রা তাঁদের এলাকা থেকে উচ্ছেদের জন্য আলোচনা সভা করেন। 

বৈঠকে স্থানীয়রা জানান, ওই নারী ও তাঁর দুই মেয়ে অনেক দিন থেকে দেহ ব্যবসা করেন। এর আগেও দেহ ব্যবসার অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের আটক করেছিলেন। সাজা শেষে আবারও তাঁরা সেই ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে বলেও জানান তাঁরা। 

এ বিষয়ে অভিযুক্তরা বলেন, আমরা বাড়ি বিক্রি করে আগামী ৩০ আগস্টের মধ্যে চলে যাব। 

সংরক্ষিত কাউন্সিলর ও প্যানেল মেয়র-৩ মোছা ছাবিয়া সুলতানা বলেন, তাঁদের বিরুদ্ধে আগে থেকেই দেহ ব্যবসার অভিযোগ আছে। ওই নারী তাঁর বাড়টি আমার কাছে বন্ধক রেখেছেন। যদি তাঁরা সম্মানের সহিত বাড়ি বিক্রি করে এলাকা ছেড়ে চলে যান, তাহলে বাড়ির দলিল কোনো টাকা পয়সা ছাড়াই তাঁদের হাতে তুলে দেব। আমি চাই না আমার এলাকায় কেউ দেহ ব্যবসা করুক। এলাকা থেকে তাঁদের উচ্ছেদে আমি এলাকাবাসীকে সর্বাত্মক সহযোগিতা করব। 

৩ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর আনোয়ারুল ইসলাম মানিক বলেন, সবাই সহযোগিতা করলে এ ওয়ার্ডকে দেহ ব্যবসা ও মাদকমুক্ত করতে পারব। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত