Ajker Patrika

রাণীশংকৈলে নির্বাচনী সহিংসতার ঘটনাস্থল পরির্দশন করেছেন ডিসি

রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
আপডেট : ২৮ জুলাই ২০২২, ১১: ২০
রাণীশংকৈলে নির্বাচনী সহিংসতার ঘটনাস্থল পরির্দশন করেছেন ডিসি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাচোর ইউনিয়ন পরষিদ নির্বাচনের ৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী সহিংসতার ঘটনাস্থল পরির্দশন করেছেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় রাণীশংকৈলে যান তিনি। 

এ সময় জেলা প্রশাসক নিহত শিশুর মা মিনার বেগম, বাবা বাদশাহসহ পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন। শিশুটির দাফনকাজের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান করেন। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহা বলেন, জেলা প্রশাসক রাত সাড়ে ৩টার দিকে রাণীশংকৈল ত্যাগ করেন। তিনি নিহত শিশুর মা মিনারা বেগমকে সঠিক বিচার পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে শিশুটির দাফনকাজ সমাধানের জন্য নগদ ৫০ হাজার টাকা দেন। তিনি জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। 

এর আগে বুধবার ভোট গ্রহণ শেষে তালা প্রতীকের প্রার্থী বাবুল প্রার্থীকে ইউপি সদস্য হিসেবে জয়ী ঘোষণা করেন প্রিসাইডিং কর্মকর্তা খতিবর রহমান। ফলাফল ঘোষণার পর মোরগ প্রতীকের প্রার্থী খালেদুর রহমান ও ফুটবল প্রার্থী আজাদ পুনরায় ভোট গণনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনিক দায়িত্বরত কর্মকর্তা ও প্রিসাইডিং কর্মকর্তাকে অনুরোধ করেন। একসময় তাঁরা অনুরোধ রাখার আশ্বাস দিলেও হঠাৎ করেই নির্বাচনী সামগ্রী নিয়ে কেন্দ্র থেকে চলে আসতে চাইলে পরাজিত প্রার্থীর সমর্থকেরা তাঁদের গাড়ি আটকে দেন। এ সময় পুলিশ প্রথমে টিয়ারশেল পরে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে নারীর কোলে থাকা ওই শিশু গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। 

এ ঘটনার পর তাৎক্ষণিকভাবে উত্তেজনা ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা পুলিশের ওপর আক্রমণ করে। এ সময় পুলিশের একটি মাইক্রোসহ দুজন পুলিশকে বেধড়ক মারধর করেন উত্তেজিত জনতা। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহার নেতৃত্বে রানীশংকৈল থানার ওসিসহ দুই গাড়ি বিজিবি ও পুলিশ সদস্য গিয়ে তাঁদের উদ্ধার করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত