Ajker Patrika

বেরোবির শিক্ষক-শিক্ষার্থীকে কুপিয়ে জখম, প্রতিবাদে সড়ক অবরোধ 

প্রতিনিধি, রংপুর 
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ২৩: ১৯
বেরোবির শিক্ষক-শিক্ষার্থীকে কুপিয়ে জখম, প্রতিবাদে সড়ক অবরোধ 

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ও শিক্ষার্থীকে কুপিয়ে জখম করে ছিনতাইয়ের প্রতিবাদে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। আজ শুক্রবার বিকেলে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করেন এ বিক্ষোভ করা হয়। 

জানা যায়, গতকাল বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে ও শুক্রবার ভোরে পৃথক ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক মনিরুজ্জামান মজনু এবং জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী পরাগ মাহমুদ ছিনতাইকারীর কবলে পড়েন। এ সময় তাঁদের কুপিয়ে জখম করা হয়। গুরুতর জখম অবস্থায় তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শিক্ষার্থী পরাগ মাহমুদের অবস্থার অবনতি হলে আজ দুপুরে উন্নত চিকিৎসার জন্য বিমানযোগে তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তির জন্য পাঠানো হয়েছে। 

স্থানীয়রা বলেন, বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ও শিক্ষার্থীকে কুপিয়ে জখম করার প্রতিবাদে আজ বিকেলে পার্কের মোড়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন পথচারী ও যাত্রীরা। 

অবরোধকালে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাসহ শিক্ষকেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বর্তমানে নিরাপদভাবে কোথাও চলাচল করা হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই অবিলম্বে দুর্বৃত্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ইজার আলী বলেন, ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অপরাধে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত