Ajker Patrika

সৈয়দপুরে চাকরির প্রলোভনে ১৫ লাখ টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী আটক

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
আপডেট : ২২ মার্চ ২০২২, ২০: ০৫
সৈয়দপুরে চাকরির প্রলোভনে ১৫ লাখ টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী আটক

নীলফামারীর সৈয়দপুরে চাকরি দেওয়ার নামে ৩২ জনের কাছ থেকে ১৪ লাখ ৮৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের মূল হোতা স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে। গতকাল সোমবার রাত ৯টার দিকে শহরের শহীদ ডা. জিকরুল হক রোডের জামে মসজিদের সামনে থেকে তাঁদের দুজনকে আটক করেন ভুক্তভোগীরা। পরে তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

আটক ব্যক্তিরা হলেন পঞ্চগড় শহরের পাটোয়ারীপাড়ার আজিজুল হকের ছেলে জাহিদুল ইসলাম (৪৫) ও তাঁর স্ত্রী জান্নাতুল ফেরদৌস (৪০)। 

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, আটক জাহিদুল ও জান্নাতুল ঢাকার গোল্ডেন সার্ভিস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের পরিচালকের পরিচয় দেন। তাঁরা এ প্রতিষ্ঠানের মাধ্যমে সৈয়দপুর, পঞ্চগড় জয়পুরহাটসহ বিভিন্ন এলাকার ওই লোকজনের কাছ থেকে সরকারি হাসপাতালে চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেন। তাঁদের মধ্যে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে সহকারী ওয়ার্ডবয় পদে দিনাজপুরের বোচাগঞ্জের রুহিগাঁও এলাকার মহেন্দ্র নাথ রায়ের ছেলে দুলাল চন্দ্র ও ওয়ার্ড মাস্টার পদে একই এলাকার শুসেন রায়ের ছেলে স্বপন চন্দ্র রায়ের কাছ থেকে ৩ লাখ করে মোট ৬ লাখ টাকা নিয়ে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভুয়া নিয়োগপত্র দেন।

একইভাবে আরেক চাকরিপ্রত্যাশী দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বিন্যাকুড়ির আজিজার রহমানের ছেলে আতিকুর রহমান ২ লাখ টাকা দিলেও তাঁকে চাকরি দেওয়ার নাম করে ঘোরাতে থাকেন। তাঁর কাছ থেকে আরও ৫ লাখ টাকা দাবি করেন। পরে খোঁজখবর নিয়ে আতিকুর রহমান প্রতারণার বিষয়টি বুঝতে পারেন। দাবি করা ৫ লাখ টাকা দেওয়ার কথা বলে কৌশলে জাহিদুল ও তাঁর স্ত্রীকে সৈয়দপুরে ডেকে আনেন। সেখানে অন্য চাকরিপ্রার্থীরা উপস্থিত হয়ে তাঁদের আটক করেন। খবর পেয়ে পুলিশ সেখান থেকে আটক স্বামী-স্ত্রীকে থানায় নিয়ে যান।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খান আজকের পত্রিকাকে বলেন, আটক জাহিদুল চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন। এখনো প্রতারণার বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেনি। কারণ, অভিযোগকারীদের কাছে তেমন কোনো প্রমাণপত্র নেই। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

ঢাবিতে পাঁচ প্যানেলে ভোটের যুদ্ধ

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির মাহিন সরকারকে বহিষ্কার

যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানাল এনসিপি

আদালতে আসামির স্বীকারোক্তি—১০ লাখ টাকা লোন দেয়নি বলে ব্যাংকে চুরির সিদ্ধান্ত নিই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত