Ajker Patrika

বগুড়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

বগুড়া প্রতিনিধি
আপডেট : ১১ আগস্ট ২০২২, ১৬: ৩২
বগুড়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

বগুড়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী সোবহান আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম রুবাইয়া ইয়াসমিন এই রায় দেন। এ সময় আসামি সোবহান আলী আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) পদ্ম কুমার দেব এসব তথ্য নিশ্চিত করেন।

দণ্ডপ্রাপ্ত সোবহান আলী বগুড়ার সোনাতলা উপজেলার সোনাকানিয়া গ্রামের বাসিন্দা। নিহতের নাম সুলতানা রুমা। ১০ বছর আগে স্ত্রী রুমাকে হত্যা করেন সোবহান।

পদ্ম কুমার দেব জানান, ২০১২ সালের ১৮ নভেম্বর রাতে রুমাকে শ্বাসরোধে করে হত্যা করা হয়। পরদিন সকালে ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে মরদেহ বাড়ির উঠানে ফেলে রাখা হয়। এ ঘটনায় নিহত রুমার মা রোকেয়া বেগম বাদী হয়ে সোনাতলা থানায় সোবহানকে আসামি করে মামলা করেন।

কৌঁসুলি আরও জানান, রুমার কাছে কিছু টাকা দাবি করেন সোবহান। কিন্তু রুমা তাঁকে টাকা দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে রুমাকে হত্যা করেন তাঁর স্বামী সোবহান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

ঢাবিতে পাঁচ প্যানেলে ভোটের যুদ্ধ

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির মাহিন সরকারকে বহিষ্কার

এনবিআর কর্মকর্তার কাণ্ড: কৃত্রিম অঙ্গের ঘোষণা দিয়ে ৪৫০ টন গয়না আমদানি

যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানাল এনসিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত