Ajker Patrika

সিরাজগঞ্জে বিএনপির ২১ নেতা-কর্মীর স্থায়ী জামিন

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে বিএনপির ২১ নেতা-কর্মীর স্থায়ী জামিন

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি রফিক সরকারসহ ২১ নেতা-কর্মীকে স্থায়ী জামিন দিয়েছেন আদালত। আজ রোববার সকালে শুনানি শেষে বিচারক ফজলে খোদা মো. নাজির তাঁদের জামিন মঞ্জুর করেছেন। 

জানা গেছে, আজ সকালে ওই নেতা-কর্মীরা আইনজীবীর মাধ্যমে জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিনের আবেদন করেন। সয়দাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রিগ্যানের দায়ের করা মামলায় তাঁরা জামিনের আবেদন করেন। 

আসামিপক্ষের আইনজীবী নাজমুল ইসলাম ও আদালতের পিপি আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, রফিক সরকারসহ ২১ নেতা-কর্মী আত্মসমর্পণ করে স্থায়ী জামিনের আবেদন করলে তা মঞ্জুর করা হয়। 

উল্লেখ্য, গত বছরের ২ নভেম্বর সদর উপজেলার সয়দাবাদে আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রিগ্যান বাদী হয়ে বিএনপির ৩০ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় নেতা-কর্মীর হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নেন। আজ স্থায়ী জামিন নিলেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্যকলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত