Ajker Patrika

বেলকুচিতে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু 

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
বেলকুচিতে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু 

সিরাজগঞ্জের বেলকুচিতে আব্দুল মালেক সরকার (৬৫) নামের একজন বৃদ্ধ ব্যক্তির ঝুলন্ত মরদেহ করেছে পুলিশ। আজ শনিবার ভোরে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের পারসগুনা এলাকায় তাঁর নিজ বাড়ির পেছনে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ তাঁকে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। 

নিহত আব্দুল মালেক সরকার পারসগুনা গ্রামের মৃত আব্দুল আজিজ সরকারের ছেলে। 

পরিবার ও স্থানীয়রা বলছে, বেশ কিছু দিন ধরে বৃদ্ধের ভাই মোতালেব সরকার, আবু তালেব সরকার, খালেক সরকারের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছে। গত দু-তিন দিন ধরেই এ ঝগড়া চলছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে আব্দুল মালেক ঘর থেকে বের হন। পরে রাতে অনেক খোঁজাখুঁজির পরও পরিবারের সদস্যরা তাঁকে খুঁজে পায়নি। শনিবার ভোরে স্থানীয়রা তার বৃদ্ধের বাড়ির পেছনে গাছের সঙ্গে গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় দেখতে পায়। তারা পরিবারের সদস্যেদের খবর দেয়। থানায় খবর দিলে পুলিশ এসে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে। 

বেলকুচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, ‘খরব পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়েছি। তবে এখন পর্যন্ত এ বিষয়ে থানায় অভিযোগ হয়নি। মৃতের পরিবার থেকে যদি অভিযোগ আসে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

মেয়াদোত্তীর্ণ ঠিকাদারের নিয়ন্ত্রণে সার্ভার, ঝুলে আছে ৭ লাখ ড্রাইভিং লাইসেন্স

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত