Ajker Patrika

ইয়াকুব আলী হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন 

সিরাজগঞ্জ প্রতিনিধি
ইয়াকুব আলী হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন 

সিরাজগঞ্জের এনায়েতপুরে ইয়াকুব আলী হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। একই সঙ্গে মরদেহ গুমের চেষ্টার অপরাধে প্রতিজনকে ৭ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। 

আজ সোমবার বেলা ১২টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক বেগম সালমা মাসুদ এ রায় প্রদান করেন। 

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন-সিরাজগঞ্জের এনায়েতপুর থানার খুকনি কান্দিপাড়া গ্রামের রইচউদ্দিন প্রামাণিকের ছেলে মো. আব্দুর রহিম খলিফা (৫০), শুকুর আলী সরকারের ছেলে আব্দুর রহমান (৪৮) ও ওয়াজেদ আলীর ছেলে খুশি আলম ওরফে সাইফুল ইসলাম (৪২)। তাঁদের মধ্যে আব্দুর রহমান পলাতক রয়েছেন। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, জেলার এনায়েতপুর থানার রুপনাই গাছাপাড়া গ্রামের ইয়াসিন মোল্লার ছেলে ইয়াকুব আলী পার্শ্ববর্তী খুকনি কান্দিপাড়া গ্রামের খুশি আলম ও আব্দুর রহিম খলিফার মেয়েদের বিরক্ত করত ও কু-কথা বলত। এতে ক্ষিপ্ত হয়ে ২০২০ সালের ৫ জানুয়ারি সন্ধ্যায় কারাদণ্ডপ্রাপ্তরা ইয়াকুব আলীকে শ্বাসরোধে হত্যা করেন। 

হত্যার পর মরদেহ গুম করার জন্য পার্শ্ববর্তী ইসলামপুর গ্রামের একটি সরিষা খেতে ফেলে দেয়। পরবর্তীতে মৃতের বাবা ইয়াসিন আলী বাদী হয়ে এনায়েতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত মামলায় সাক্ষ্যপ্রমাণ শেষে আজ তিন আসামিকে সাজা প্রদান করেন আদালত। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত