Ajker Patrika

চুরি করতে দেখে ফেলায় কনস্টেবলকে গামছা পেঁচিয়ে হত্যা করে চোর: পুলিশ

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৪ মার্চ ২০২৩, ১৭: ৪২
চুরি করতে দেখে ফেলায় কনস্টেবলকে গামছা পেঁচিয়ে হত্যা করে চোর: পুলিশ

চুরি করতে দেখে ফেলায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশ কনস্টেবল মোয়াজ্জেম হোসেনকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল। এই ঘটনায় গ্রেপ্তার ওমর ফারুক (৩৫) গত শনিবার আদালতে হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, প্রযুক্তির সহায়তায় হত্যার সঙ্গে জড়িত ওমর ফারুককে গত শুক্রবার গ্রেপ্তার করা হয়। তিনি পুলিশ কনস্টেবল হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে তিনি হত্যার সঙ্গে জাহিদুল ইসলাম জাহিদের জড়িত থাকার কথা বলেন। জাহিদ একটি মাদক মামলায় আগেই গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

ওসি বলেন, জাহিদুল ইসলাম জাহিদ কারাগারে থাকায় তাঁকে এই হত্যা মামলায় শোন-অ্যারেস্ট দেখানো হয়েছে। তাঁকে রিমান্ডে এনে এই হত্যার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান ওসি।

গ্রেপ্তার ওমর ফারুক ও জাহিদুল ইসলাম জাহিদের বাড়ি উল্লাপাড়া পৌর সদরের কাওয়াক দক্ষিণ পাড়ায়।

নিহত পুলিশ সদস্য মোয়াজ্জেম হোসেন (৫৯) উল্লাপাড়া পৌর শহরের নবগ্রাম গ্রামের মৃত জেকাত সরকারের ছেলে। তিনি উল্লাপাড়া মডেল থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। ২ মাস পর চাকরি থেকে তাঁর অবসরে যাওয়ার কথা ছিল।

গত ২৭ ফেব্রুয়ারি ওমর ফারুক ও জাহিদ পুলিশ কনস্টেবল মোয়াজ্জেম হোসেনের বাড়িতে চুরি করতে যান। চুরির ঘটনা দেখে ফেলায় তাঁরা কনস্টেবলকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। দুপুরে উল্লাপাড়া নিজ বাড়ির শয়নকক্ষ থেকে কনস্টেবল মোয়াজ্জেম হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘরের দরজা না খোলায় প্রতিবেশীরা জানালা দিয়ে তাঁকে বিছানার ওপর মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘটনার দিন নিহতের ছেলে মশিউর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত