প্রতিনিধি, রাবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ হলের টিভি রুম থেকে বাইরে গিয়ে ধূমপান করতে বলায় এক সাংবাদিককে মারধর করেছেন ছাত্রলীগের তিন নেতাকর্মী। গতকাল রোববার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ এক ছাত্রলীগ নেতাকে হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
আহত সাংবাদিকের নাম মো. শাহাবুদ্দিন। তিনি বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী এবং একটি অনলাইন পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি। তাঁকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম গিয়াসউদ্দিন কাজল। ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের এই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হল শাখা ছাত্রলীগের সহসভাপতি। তিনি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার অনুসারী বলে জানা গেছে। অন্য দুজনের পরিচয় জানা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শী ও হল সূত্রে জানা যায়, টিভি রুমে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলা দেখার সময় কাজল ধূমপান করছিলেন। তখন শাহাবুদ্দিন সমস্যা হচ্ছে জানিয়ে বাইরে গিয়ে ধূমপান করার অনুরোধ করেন। এ নিয়ে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে কাজলসহ কয়েকজন মিলে শাহাবুদ্দিনকে মারধর শুরু করেন।
ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকেরা রাত ১২টায় উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। পরে উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী জাকারিয়া ও অধ্যাপক সুলতান-উল-ইসলাম টিপু এবং জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে, ছাত্র উপদেষ্টা তারেক নুর, প্রক্টর অধ্যাপক আসাবুল হক ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনরত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় সাংবাদিকেরা তিন দফা দাবি জানান।
এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন বলে, উপাচার্য আজ অফিসে এলে প্রথম ঘণ্টায় এ বিষয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বসে সিদ্ধান্ত দেবেন। সে পর্যন্ত আন্দোলন স্থগিত রাখার অনুরোধ করেন তাঁরা। এর পরিপ্রেক্ষিতে দাবি মেনে নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আজ সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সময় বেঁধে দিয়ে আন্দোলন স্থগিত করেন সাংবাদিকেরা।
মারধরের ঘটনায় এরই মধ্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হল কর্তৃপক্ষ। এ ছাড়া অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
হল প্রাধ্যক্ষ অধ্যাপক শামীম বলেন, ‘হলের টিভি রুমে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। যার পরিপ্রেক্ষিতে আমরা একটি তদন্ত কমিটি করেছি। এ ছাড়া অভিযুক্ত শিক্ষার্থীকে হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ হলের টিভি রুম থেকে বাইরে গিয়ে ধূমপান করতে বলায় এক সাংবাদিককে মারধর করেছেন ছাত্রলীগের তিন নেতাকর্মী। গতকাল রোববার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ এক ছাত্রলীগ নেতাকে হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
আহত সাংবাদিকের নাম মো. শাহাবুদ্দিন। তিনি বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী এবং একটি অনলাইন পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি। তাঁকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম গিয়াসউদ্দিন কাজল। ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের এই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হল শাখা ছাত্রলীগের সহসভাপতি। তিনি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার অনুসারী বলে জানা গেছে। অন্য দুজনের পরিচয় জানা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শী ও হল সূত্রে জানা যায়, টিভি রুমে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলা দেখার সময় কাজল ধূমপান করছিলেন। তখন শাহাবুদ্দিন সমস্যা হচ্ছে জানিয়ে বাইরে গিয়ে ধূমপান করার অনুরোধ করেন। এ নিয়ে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে কাজলসহ কয়েকজন মিলে শাহাবুদ্দিনকে মারধর শুরু করেন।
ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকেরা রাত ১২টায় উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। পরে উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী জাকারিয়া ও অধ্যাপক সুলতান-উল-ইসলাম টিপু এবং জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে, ছাত্র উপদেষ্টা তারেক নুর, প্রক্টর অধ্যাপক আসাবুল হক ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনরত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় সাংবাদিকেরা তিন দফা দাবি জানান।
এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন বলে, উপাচার্য আজ অফিসে এলে প্রথম ঘণ্টায় এ বিষয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বসে সিদ্ধান্ত দেবেন। সে পর্যন্ত আন্দোলন স্থগিত রাখার অনুরোধ করেন তাঁরা। এর পরিপ্রেক্ষিতে দাবি মেনে নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আজ সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সময় বেঁধে দিয়ে আন্দোলন স্থগিত করেন সাংবাদিকেরা।
মারধরের ঘটনায় এরই মধ্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হল কর্তৃপক্ষ। এ ছাড়া অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
হল প্রাধ্যক্ষ অধ্যাপক শামীম বলেন, ‘হলের টিভি রুমে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। যার পরিপ্রেক্ষিতে আমরা একটি তদন্ত কমিটি করেছি। এ ছাড়া অভিযুক্ত শিক্ষার্থীকে হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।’
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২৪ জুলাই ২০২৫সবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫