Ajker Patrika

ধূমপান নিষেধ করায় সাংবাদিককে মারধর, ছাত্রলীগ নেতাকে হল থেকে বহিষ্কার

প্রতিনিধি, রাবি
ধূমপান নিষেধ করায় সাংবাদিককে মারধর, ছাত্রলীগ নেতাকে হল থেকে বহিষ্কার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ হলের টিভি রুম থেকে বাইরে গিয়ে ধূমপান করতে বলায় এক সাংবাদিককে মারধর করেছেন ছাত্রলীগের তিন নেতাকর্মী। গতকাল রোববার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ এক ছাত্রলীগ নেতাকে হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। 

আহত সাংবাদিকের নাম মো. শাহাবুদ্দিন। তিনি বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী এবং একটি অনলাইন পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি। তাঁকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম গিয়াসউদ্দিন কাজল। ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের এই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হল শাখা ছাত্রলীগের সহসভাপতি। তিনি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার অনুসারী বলে জানা গেছে। অন্য দুজনের পরিচয় জানা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শী ও হল সূত্রে জানা যায়, টিভি রুমে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলা দেখার সময় কাজল ধূমপান করছিলেন। তখন শাহাবুদ্দিন সমস্যা হচ্ছে জানিয়ে বাইরে গিয়ে ধূমপান করার অনুরোধ করেন। এ নিয়ে তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে কাজলসহ কয়েকজন মিলে শাহাবুদ্দিনকে মারধর শুরু করেন। 

ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকেরা রাত ১২টায় উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। পরে উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী জাকারিয়া ও অধ্যাপক সুলতান-উল-ইসলাম টিপু এবং জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে, ছাত্র উপদেষ্টা তারেক নুর, প্রক্টর অধ্যাপক আসাবুল হক ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনরত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় সাংবাদিকেরা তিন দফা দাবি জানান। 

এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন বলে, উপাচার্য আজ অফিসে এলে প্রথম ঘণ্টায় এ বিষয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বসে সিদ্ধান্ত দেবেন। সে পর্যন্ত আন্দোলন স্থগিত রাখার অনুরোধ করেন তাঁরা। এর পরিপ্রেক্ষিতে দাবি মেনে নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আজ সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সময় বেঁধে দিয়ে আন্দোলন স্থগিত করেন সাংবাদিকেরা। 

মারধরের ঘটনায় এরই মধ্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হল কর্তৃপক্ষ। এ ছাড়া অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। 

হল প্রাধ্যক্ষ অধ্যাপক শামীম বলেন, ‘হলের টিভি রুমে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। যার পরিপ্রেক্ষিতে আমরা একটি তদন্ত কমিটি করেছি। এ ছাড়া অভিযুক্ত শিক্ষার্থীকে হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত