Ajker Patrika

বন্ধুকে হত্যার দায়ে অপর বন্ধুর যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি
বন্ধুকে হত্যার দায়ে অপর বন্ধুর যাবজ্জীবন

নাটোরে সোহাগ মিয়া (১৯) নামে এক বন্ধুকে হত্যার দায়ে জসিম উদ্দিন (২০) নামে অপর বন্ধুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ মো. শরীফ উদ্দীন এ আদেশ দেন। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। 

দণ্ডপ্রাপ্ত জসিম উদ্দিন নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের চৌরী গ্রামের বকুল মিয়ার ছেলে। তাঁর পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। 

মৃত সোহাগ মিয়া একই এলাকার সিরাজ মিয়ার ছেলে। তাঁর পক্ষে মামলা পরিচালনা করেছেন পাবলিক প্রসিকিউটর সিরাজুল ইসলাম। 

মামলার বিবরণে জানা গেছে, জসিম উদ্দিন তাঁর বন্ধু সোহাগ মিয়ার কাছ থেকে ১ হাজার ৫০০ টাকা ধার নিয়ে জুয়া খেলে হেরে যান। ধারের টাকার জন্য সোহাগ চাপ দিলে জসিম উদ্দিন তাঁকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা মোতাবেক তিনি ২০১৮ সালের ৩১ আগস্ট সন্ধ্যায় সোহাগকে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে নিয়ে যান। সেখানে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করেন জসিম। পরে আবার অন্যদের সঙ্গে সোহাগের মরদেহ দেখতে যান। ঘটনার পরদিন সোহাগের বাবা সিরাজ মিয়া অজ্ঞাত কয়েকজনকে আসামি করে নাটোর থানায় মামলা দায়ের করেন। মামলা তদন্তে জসিমের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রায় ৪ বছরের বিচারিক কার্যক্রম শেষে আদালত এ রায় ঘোষণা করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

বাংলাদেশি বংশোদ্ভূত কাইরান কাজীর বিষয়ে ইলন মাস্কের মন্তব্যে বিস্ময়

অবৈধভাবে ভারতে প্রবেশকালে বাংলাদেশি পুলিশ কর্মকর্তাকে আটকের দাবি বিএসএফের

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত